1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকার ইস্যু

১৮ সেপ্টেম্বর ২০১২

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর নতুন করে আবার বিতর্ক শুরু হয়েছে৷ এই রায়ে অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে করার কথা বলা হয়েছে৷

https://p.dw.com/p/16AXX
ছবি: AP

গত বছর সংক্ষিপ্ত রায় দিয়ে অবসরে যাওয়ার পর সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ সে সময়ের আপীল বিভাগের ৭ জন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রবিবার পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেন৷ এই রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ বলা হয়েছে৷ সিনিয়র আইনজীবী টিএইচ খান ১৬ মাস পর পূর্ণাঙ্গ রায় নিয়ে প্রশ্ন তুলেছেন৷ বলেছেন, এটি সংবিধানের লঙ্ঘন৷

এই রায়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী ড. এম জহির৷ তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এতে আইন বা সংবিধানের কোন লঙ্ঘন হয়নি৷ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক মনে করেন, এই রায় বৈধ বা অবৈধ কিনা, তা বড় কথা নয়৷ বাস্তব অবস্থা হল, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সম্ভব নয়৷

জবাবে আরেক আইনজীবী ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেছেন, রায়ে নির্বাচনের আগে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ছোট আকারের অন্তর্বর্তী সরকারের কথা বলা হয়েছে৷ এর আলোকেই সব দলের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যায়৷

বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, রায়ে সরকারের মতামতই প্রতিফলিত হয়েছে৷ তিনি সংক্ষিপ্ত এবং পূর্ণাঙ্গ রায়ের মধ্যে পার্থক্য নিয়ে প্রশ্ন তুলেছেন৷

সরকার অবশ্য পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার আগেই গত বছরের জুলাই মাসে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য