তত্ত্বাবধায়ক সরকার ইস্যু
১৮ সেপ্টেম্বর ২০১২গত বছর সংক্ষিপ্ত রায় দিয়ে অবসরে যাওয়ার পর সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ সে সময়ের আপীল বিভাগের ৭ জন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রবিবার পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেন৷ এই রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ বলা হয়েছে৷ সিনিয়র আইনজীবী টিএইচ খান ১৬ মাস পর পূর্ণাঙ্গ রায় নিয়ে প্রশ্ন তুলেছেন৷ বলেছেন, এটি সংবিধানের লঙ্ঘন৷
এই রায়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী ড. এম জহির৷ তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এতে আইন বা সংবিধানের কোন লঙ্ঘন হয়নি৷ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক মনে করেন, এই রায় বৈধ বা অবৈধ কিনা, তা বড় কথা নয়৷ বাস্তব অবস্থা হল, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সম্ভব নয়৷
জবাবে আরেক আইনজীবী ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেছেন, রায়ে নির্বাচনের আগে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ছোট আকারের অন্তর্বর্তী সরকারের কথা বলা হয়েছে৷ এর আলোকেই সব দলের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যায়৷
বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, রায়ে সরকারের মতামতই প্রতিফলিত হয়েছে৷ তিনি সংক্ষিপ্ত এবং পূর্ণাঙ্গ রায়ের মধ্যে পার্থক্য নিয়ে প্রশ্ন তুলেছেন৷
সরকার অবশ্য পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার আগেই গত বছরের জুলাই মাসে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন