1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বস্তিতে আগুন, নিহত ১১

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৮ নভেম্বর ২০১২

ঢাকার একটি বস্তিতে আগুন লেগে অন্তত ১১ জন নিহত হয়েছে৷ নিহতরা সবাই নারী ও শিশু৷ আগুনে বস্তির ৫ শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে৷ পুড়ে গেছে দোকানপাটসহ রিকশা ও ভ্যান৷ স্বজন আর আশ্রয় হারানো এসব পরিবারে এখন কান্না আর শোকের মাতম৷

https://p.dw.com/p/16lDO
ছবি: Reuters

শনিবার রাতে তারা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন৷ আর ঠিক তখনই আগুন লাগে ঢাকার হাজারিবাগের বৌবাজার বস্তিতে৷ রাত ৩টার আগে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আসে সকাল ৭টার দিকে৷ ততক্ষণে পুরো বস্তি পুড়ে ছাই হয়ে যায়৷

সকালে বস্তির পোড়া ধ্বংসস্তূপের মধ্য থেকে মোট ১১টি মৃত দেহ বের করা হয়৷ এর মধ্যে ৬ জন নারী এবং ৫টি শিশু৷ কেউ হারিয়েছেন মা, কেউ স্ত্রী আবার কেউবা সন্তান৷ সব হারিয়ে তাদের বিলাপ করা ছাড়া যেন আর কিছুই নেই৷ কেউ কেউ অভিযোগ করেন ফায়ার সার্ভিসের লোকজন সময়মতো আসেনি৷ আসলে হয়তো ক্ষয়ক্ষতি কমানো যেত৷

তবে ফায়ার সার্ভিসের পরিচালক মেজর মাহবুবুর রহমান জানান, খবর পেয়েই তারা ছুটে এসেছে, তাদের ১৭টি ইউনিট কাজ করেছে৷ তারা তাদের দায়িত্বে কোন অবহেলা করেনি৷

কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির ভিতরে একটি রিকশা গ্যারেজ থেকে আগুনের শুরু৷ আর ওই গ্যারেজে থাকা একটি জ্বালানি তেল ভর্তি ড্রাম ফেটে গেলে আগুন ছড়িয়ে পড়ে৷ যারা মারা গেছে তাদের অধিকাংশই গ্যারেজের আশপাশের বাসিন্দা৷

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহণ মন্ত্রী শাহজাহান খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গির কবির নানক ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ জাহাঙ্গির কবির নানক জানন, ক্ষতিগ্রস্তদের সব ধরণের সহায়তা দেয়া হবে সরকারের পক্ষ থেকে৷

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জানিয়েছেন৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরণের সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি৷ বলেছেন ফায়ার সার্ভিসকে আরো আধুনিক এবং দক্ষ করে গড়ে তোলা হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য