1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বমন্দা নিয়ে সার্ক অর্থমন্ত্রীদের আলোচনা

৩১ জানুয়ারি ২০১২

সার্ক অর্থমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব মন্দার কারণে সরকার ব্যাংক থেকে মাত্রাতিরিক্ত ঋণ নিতে বাধ্য হচ্ছে৷ বৈদেশিক মুদ্রার বিনিময় হারও মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে৷

https://p.dw.com/p/13tDt
Sheikh Hasina
ঋণভার নিয়ে চিন্তিত শেখ হাসিনাছবি: dapd

ঢাকায় শুরু হয়েছে সার্ক অর্থমন্ত্রীদের ৫ম সম্মেলন৷ আর এই সম্মেলনের উদ্দেশ্য হল সবাই মিলে কিভাবে বিশ্বমন্দা কাটিয়ে ওঠা যায় তা নিয়ে আলোচনা এবং পথ খুঁজে বের করা৷ সোমবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের আর্থিক টানাপোড়েনের কথা তুলে ধরেন৷ তিনি বলেন, বিশ্ব মন্দার কারণেই সরকারকে মাত্রাতিরিক্ত ঋণ নিতে হচ্ছে৷ আর বৈদেশিক মুদ্রার বিনিময় হারও মারাত্মক ঝুকির মধ্যে রয়েছে৷এরফলে সরকারের আর্থিক সামর্থ্য কমছে৷ আর বাড়ছে জিনিসপত্রের দাম৷ তাঁর মতে পুরো দক্ষিণ এশিয়ারই চিত্রই এখন এরকম৷ তিনি অবশ্য বলেন, বিশ্বমন্দার প্রাথমিক ধাক্কা দক্ষিণ এশিয়া ভালভাবেই সামলে নিয়েছে৷

SAARC
সার্ক অর্থমন্ত্রীরা কি পথ খুঁজে পাবেন?

প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশীয় অর্থনৈতিক ইউনিয়ন গঠন করা এখনো অনেক দূরের ব্যাপার৷ কিন্তু আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এই সংকটের মোকাবেলা করা যায়৷ তিনি এই সংকট মোকাবেলায় সার্ক দেশগুলোর নীতি ও কৌশলের মধ্যে সমন্বয় এবং আঞ্চলিক বিনিয়োগ ও তহবিল সরবারাহ বাড়ানোর কথা বলেন৷

দক্ষিণ এশিয়া মান সংস্থার প্রধান কার্যালয় বাংলাদেশে করা এবং দক্ষিণ এশীয় উন্নয়ন তহবিল গঠনের উদ্যোগের প্রতি সমর্থন জানান প্রধানমন্ত্রী৷

সোমবার অর্থমন্ত্রীদের দু'দিনের এই সম্মেলন শুরুর আগে রোববার সার্ক অর্থসচিবরা ঢাকায় বৈঠক করেন একটি কৌশলপত্র তৈরিতে সহযোগিতা করার জন্য৷ সম্মেলনে সার্কভুক্ত ৮টি দেশের অর্থমন্ত্রীরা মন্দা মোকাবেলায় দক্ষিণ এশিয়ার জন্য একটি সমন্বিত কৌশলপত্র তৈরির আশা করছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য