বিশ্বমন্দা নিয়ে সার্ক অর্থমন্ত্রীদের আলোচনা
৩১ জানুয়ারি ২০১২ঢাকায় শুরু হয়েছে সার্ক অর্থমন্ত্রীদের ৫ম সম্মেলন৷ আর এই সম্মেলনের উদ্দেশ্য হল সবাই মিলে কিভাবে বিশ্বমন্দা কাটিয়ে ওঠা যায় তা নিয়ে আলোচনা এবং পথ খুঁজে বের করা৷ সোমবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের আর্থিক টানাপোড়েনের কথা তুলে ধরেন৷ তিনি বলেন, বিশ্ব মন্দার কারণেই সরকারকে মাত্রাতিরিক্ত ঋণ নিতে হচ্ছে৷ আর বৈদেশিক মুদ্রার বিনিময় হারও মারাত্মক ঝুকির মধ্যে রয়েছে৷এরফলে সরকারের আর্থিক সামর্থ্য কমছে৷ আর বাড়ছে জিনিসপত্রের দাম৷ তাঁর মতে পুরো দক্ষিণ এশিয়ারই চিত্রই এখন এরকম৷ তিনি অবশ্য বলেন, বিশ্বমন্দার প্রাথমিক ধাক্কা দক্ষিণ এশিয়া ভালভাবেই সামলে নিয়েছে৷
প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশীয় অর্থনৈতিক ইউনিয়ন গঠন করা এখনো অনেক দূরের ব্যাপার৷ কিন্তু আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এই সংকটের মোকাবেলা করা যায়৷ তিনি এই সংকট মোকাবেলায় সার্ক দেশগুলোর নীতি ও কৌশলের মধ্যে সমন্বয় এবং আঞ্চলিক বিনিয়োগ ও তহবিল সরবারাহ বাড়ানোর কথা বলেন৷
দক্ষিণ এশিয়া মান সংস্থার প্রধান কার্যালয় বাংলাদেশে করা এবং দক্ষিণ এশীয় উন্নয়ন তহবিল গঠনের উদ্যোগের প্রতি সমর্থন জানান প্রধানমন্ত্রী৷
সোমবার অর্থমন্ত্রীদের দু'দিনের এই সম্মেলন শুরুর আগে রোববার সার্ক অর্থসচিবরা ঢাকায় বৈঠক করেন একটি কৌশলপত্র তৈরিতে সহযোগিতা করার জন্য৷ সম্মেলনে সার্কভুক্ত ৮টি দেশের অর্থমন্ত্রীরা মন্দা মোকাবেলায় দক্ষিণ এশিয়ার জন্য একটি সমন্বিত কৌশলপত্র তৈরির আশা করছেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক