ঢাকায় ‘সংক্ষিপ্ত’ জন্মাষ্টমী উৎসব
শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে ২৬ আগস্ট৷ এবার ঢাকায় আয়োজন ছিল অনেকটা ‘সংক্ষিপ্ত’৷ কারণ হিসেবে বন্যার্তদের পাশে থাকার কথা বলা হলেও সংখ্যালঘু-কেন্দ্রিক দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির দিকটিও আলোচনায়৷
১. কড়া নিরাপত্তা
পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে জন্মাষ্টমীর ঐতিহ্যবাহী মিছিল এবার বের হয়নি৷ পলাশী মোড় থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত ছোট্ট গণ্ডিতে ছিল এবারের আয়োজন৷ তবে মিছিলজুড়ে ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা৷
২. সংখ্যালঘুদের আট দফা দাবি
কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসবে আট দফা দাবি নিয়ে প্ল্যাকার্ড উপস্থাপিত হয়েছে৷ যেখানে সনাতনী অধিকার আন্দোলনের প্রধান দাবি হচ্ছে, সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য ‘দ্রুতবিচার ট্রাইব্যুনাল’ গঠন করতে হবে৷
৩. ঘোড়ায় চড়ে উৎসব
জন্মাষ্টমী উৎসবের অন্যতম আকর্ষণ সজ্জিত ঘোড়ায় চড়া৷ এবারও ছোট্টমণিদের দেখা গেছে ঘোড়ার পিঠে বসে বিনোদন নিতে৷
৪. সাজে আছে ধর্মীয় ভাবগাম্ভীর্য
জন্মাষ্টমীর মিছিলে উৎসবের আমেজই থাকে বেশি৷ তবে কোনো কোনো ভক্ত আসেন ভগবান কৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ সাজ-সজ্জায়৷
৫. বন্যার্তদের পাশে থাকা
ইসকনের স্বামীবাগ আশ্রমে ছিল জন্মাষ্টমীর মহোৎসব৷ ভক্তদের আনাগোনা ছিল এখানে৷ তাদের কাছ থেকে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করেছে কয়েকজন ক্ষুদে ভক্ত৷
৬. রকমারি উপাদান বিক্রি
ধর্মীয় আচার পালনে যেসব উপকরণ ব্যবহার করা হয় তার অনেক কিছুর পসার বসেছিল ইসকন স্বামীবাগ আশ্রমে৷ ভক্তরা নিজ নিজ প্রয়োজন মতো সেসব সংগ্রহ করেছেন৷
৭. ভক্তের ভক্তি
ইসকন স্বামীবাগ আশ্রমে জন্মাষ্টমীর আয়োজনে বজায় ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য৷ পূণ্যলাভের আশায় মহাবতারের প্রতি প্রণাম জানিয়েছেন ভক্তরা৷
৮. কীর্তনের মেলা
ভগবান কৃষ্ণের ভক্তদের কাছে কীর্তনমেলা আবেগি এক আয়োজন৷ তবে ইসকন স্বামীবাগ আশ্রম থেকে এবার জন্মাষ্টমীর মিছিল বের না হওয়ায় আফসোস করেছেন অনেকেই৷