ঢাকায় ভূগর্ভের পানিস্তর মারাত্মকভাবে নীচে নেমে গেছে
২১ এপ্রিল ২০১১ওয়াসার চেয়ারম্যান জানিয়েছেন, ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখা না গেলে বিপর্যয়ের মুখে পড়বে এই নগরী৷
রাজধানীবাসী যে পানি ব্যবহার করেন তার ৮৬ ভাগই ভূগর্ভস্থ পানি৷ মাত্র ১৪ ভাগ পানি উপরিভাগের৷ দূষণের কারণে ভূ-উপরিভাগের পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে৷ ফলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ আরো বাড়ছে৷ ওয়াসার চেয়ারম্যান ড.গোলাম মোস্তফা ডয়চে ভেলেকে জানান, অধিক হারে ভূগর্ভের পানি ব্যবহার করায় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে৷ কারণ যে পরিমাণ পানি তোলা হচ্ছে তা প্রাকৃতিক উপায়ে পুরণ হচ্ছেনা৷ বিশেষ করে আশপাশের প্রাকৃতিক জলাধারে পর্যাপ্ত পানি না থাকা এবং পলিথিনের পুরো স্তরের কারণে ভূগর্ভে পানি যেতে না পারা এর প্রধান কারণ৷
তাই ভূগর্ভে পানির স্তর স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থার চিন্তা করছে ওয়াসা৷ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, বৃষ্টির পানি সংরক্ষণ করে তা ভূগর্ভে পাঠানোর একটি পরিকল্পনা নিয়েছেন তারা৷ এই প্রকল্প নিয়ে গবেষণার কাজ চলছে৷ সফল হলে তা প্রয়োগ করা হবে৷ ওয়াসা চেয়ারম্যান জানান, ঢাকার ভূগর্ভের পানির স্তর এতই নীচে নেমে গেছে যে স্বাভাবিকভাবে গভীর নলকূপ ব্যবহার করে এখানে পানি পাওয়া যায়না৷ তাই এখন ওয়াটার মাইনিং পদ্ধতিতে পানি তোলা হচ্ছে৷ যা ভয়াবহ বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক