ঢাকায় বিস্ফোরণে ভবন ধস, সাত জন নিহত
ঢাকার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণে একটি ভবন আংশিক ধসে পড়ায় অন্তত সাতজন নিহত হয়েছে৷ মৃতের সংখ্যা বাড়তে পারে৷
বিকট শব্দে বিস্ফোরণ
ডয়চে ভেলের কনটেন্ট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকাটি বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে। বিস্ফোরণে একটি তিনতলা ভবন আংশিকভাবে ধসে পড়ে এবং আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে ভেঙে পড়ে। সড়কে দাঁড়িয়ে থাকা দুটি বাসেরও ব্যাপক ক্ষতি হয়৷
হতাহতের সংখ্যা
মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে যান৷ বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে তিনি বলেন, “আমরা এই পর্যন্ত তথ্য পেয়েছি যে এই ঘটনায় সাতজন নিহত হয়েছেন।”
আহতরা বিভিন্ন হাসপাতালে
বিস্ফোরণ এবং ভবন ধসে অনেকে আহতও হয়েছেন৷তাদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও মগবাজারের কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
ঢাকা মেডিকেলে সবচেয়ে বেশি রোগী
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ১২ জনকে নেয়া হলে তাদের মধ্যে দুজন মারা যান৷ এদিকে ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে এ পর্যন্ত ৩৯ জন রোগী পেয়েছি। এর মধ্যে রাত সোয়া ১০টার সময়ে চিকিৎসাধীন অবস্থায় জান্নাত (নামে এক নারী মারা গেছেন।”
গ্যাস থেকে বিস্ফোরণ ?
বিস্ফোরণে ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো একটি তিনতলা ভবন ধসে পড়ে৷ ভবনের দোতলায় সিঙ্গারের বিক্রয় কেন্দ্র আর নিচতলায় খাবারের দোকান শরমা হাউজ ও বেঙ্গল মিটের বিক্রয় কেন্দ্র৷ সব মিশে গেছে।বিস্ফোরণে ওই ভবনের বিপরীত দিকে আড়ংসহ আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে রাস্তায় পড়েছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের ধারণা, গ্যাস থেকে এই বিস্ফোরণ হতে পারে।