1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় বিমসটেক সম্মেলন

হারুন উর রশীদ স্বপন৮ জুলাই ২০০৮

সাত জাতি অর্থনৈতিক ও কারিগরি সহায়তা জোট বিমসটেকের ২ দিন ব্যাপী সম্মেলন মঙ্গলবার ঢাকায় শুরু হয়েছে৷ মন্ত্রী পর্যায়ের এই সম্মেলনে অংশ নিচ্ছে ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মিয়ানমার ও বাংলাদেশ৷

https://p.dw.com/p/EYlT
দ্রব্যমুল্য বৃদ্ধির প্রভাব পড়ছে বিশ্বের সব দেশে (ফাইল ফটো)ছবি: AP

মঙ্গলবার কর্মকর্তা পর্যায়ের বৈঠক উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা মীর্জা আজিজুল ইসলাম৷ বৈঠকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হয়৷ দেশগুলোর মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার ব্যপারেও সিদ্ধান্ত হবে৷ সম্মেলনের উদ্বোধন শেষে এনিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা৷


প্রথম দিনের আলোচনায় দ্রব্যমূল্যের উর্ধগতি প্রাধান্য পেয়েছে৷ আলোচনা হয়েছে দ্রব্যমূল্যের উর্ধগতি কিভাবে রোধ করা যায় তা নিয়ে৷ কারণ দারিদ্র্য বিমোচনে দ্রব্যমূল্যের উর্ধগতি এখন বড় বাধা হয়ে দাড়িয়েছে৷ এ ব্যাপারে সম্মিলিতভাবে কাজ করা যায় কিনা দক্ষিণ এশীয় দেশগুলো তা ভেবে দেখছে৷


সম্মেলনে বাংলাদেশের পক্ষে প্রস্তাব তুলে ধরেন পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী৷ বুধবার শেষ দিনে অনুষ্ঠিত হবে বিমসটেকের মন্ত্রী পর্যায়ের বৈঠক৷ এর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমেদ৷