বঞ্চিত শিশুদের মাঝে
২৩ জুন ২০১২ভারতের রাজধানী নতুন দিল্লি না গিয়ে প্রযুক্তি শিল্প সমৃদ্ধ নগরী ব্যাঙ্গালোরে গিয়ে জার্মানির সাথে ভারতের প্রযুক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির উপর গুরুত্বারোপের দিকেই ইঙ্গিত করেছেন গিডো ভেস্টারভেলে৷ সেখানে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস এম কৃষ্ণাসহ প্রাদেশিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন৷ এসময় ভেস্টারভেলে ইউরো অঞ্চলের সংকটের পরিস্থিতি ব্যাখ্যা করেন৷ কেন জার্মানি এই অবস্থায় আরো বেশি করে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নতুন করে অর্থ ঢালছে না বা ইউরো বন্ডের মতো নানা রকম পদক্ষেপ নিচ্ছে না তার বিস্তারিত ব্যাখ্যা করে ভেস্টারভেলে বলেন যে, জার্মানি চায় দায়িত্বের সঙ্গে গোটা সংকটের বা সমস্যার মোকাবিলা করা হোক৷
গিডো ভেস্টারভেলে বাংলাদেশে গিয়ে সেদেশের পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন৷ এছাড়া ঢাকায় জার্মান চিকিৎসকদের উদ্যোগে বস্তি এলাকার মানুষের জন্য সহায়তার উদ্যোগ এবং তাদের পরিচালিত একটি বিদ্যালয় পরিদর্শন করেন ভেস্টারভেলে৷ সেখানে বিদ্যালয়ের শিক্ষার্থী শিশুদের সাথে কথা বলেন তিনি৷ এর মধ্য দিয়ে ঢাকার নাগরিক জীবনের একটি ধারণা পাওয়ার চেষ্টা করেন এই জার্মান মন্ত্রী৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন, ঢাকা থেকে
সম্পাদনা: আরাফাতুল ইসলাম