ঢাকার রাস্তায় শীতের পিঠা
বাংলাদেশে শীত আসি আসি করছে৷ তবে ঢাকা শহরে শীতের পিঠা চলে এসেছে৷ গরম গরম ভাপা পিঠা, চিতই পিঠা খেতে ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন পিঠাপ্রেমীরা৷
শীত মানেই পিঠা
গ্রাম বাংলায় এখন চলছে অগ্রহায়ণ৷ ঘরে উঠছে নতুন ধান৷ আর সেই ধানের চাল থেকে তৈরি হচ্ছে পিঠা৷ ঢাকা শহরেও চলে এসেছে সেই পিঠা৷
ভাপা পিঠা
ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে ভাপা পিঠার ভ্রাম্যমাণ দোকান নিয়ে বসেছিলেন এই দোকানি৷ মূলত চালের গুঁড়া দিয়ে তৈরি হয় এই পিঠা৷ ছোট বাটিতে প্রথমে মাখানো চালের গুঁড়ার সাথে নারকেলের গুঁড়া ও খেজুর গুড় বাটিতে রাখা হয়৷ এরপর বাটির মুখ পাতলা কাপড় দিয়ে মুড়ে ফুটন্ত হাঁড়ির ছিদ্রে বসিয়ে এটি তৈরি করা হয়৷ তবে গুড় ও নারিকেলের পরিবর্তে কেউ কেউ চালের গুঁড়ার সাথে শুধু ধনে পাতা মিশিয়েও এটি তৈরি করে থাকেন৷
চিতই পিঠা
ফার্মগেটের ফুটপাতে চিতই পিঠার দোকান৷ চালের গুঁড়া দিয়ে পাতলা ‘কাই’ বানিয়ে খোলায় সেঁকে পিঠাটি তৈরি করা হয়৷
সঙ্গে ভর্তা
ফার্মগেটে ফুটপাতের দোকানটিতে একেকটি চিতই পিঠা ১০ টাকা করে বিক্রি হচ্ছিল৷ পিঠার সঙ্গে খাওয়ার জন্য আছে নানান ভর্তা৷
যেসব পিঠা পাওয়া যায়
ফুটপাতে মূলত ভাপা আর চিতই পিঠা বিক্রি হয়৷ ছবিতে ডিম চিতই পিঠা দেখতে পাচ্ছেন, যেটা চিতই পিঠারই আরেকটি সংস্করণ৷ এর বাইরে পাটিসাপটা পিঠা, নকশি পিঠা, রস পিঠা, দোল পিঠা ইত্যাদিরও কমবেশি দেখা পাওয়া যায়৷
বাড়বে দোকান
শীত চলে এলেই বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকার অলিগলিতে পিঠা বিক্রির ধুম পড়ে যাবে৷ রাস্তার পাশে বসানো চুলায় তৈর হবে নানারকম পিঠা৷
নগরবাসীর সময় কম
ঢাকার বাসিন্দাদের সারাদিন ব্যস্ততায় থাকতে হয় বলে ঘরে নিজ হাতে পিঠা তৈরি করা প্রায় সম্ভব হয় না৷ তাই পথের পাশের পিঠার দোকানই ভরসা৷
পিঠা বেচে সংসারের খরচ
ব্যস্ত নগরবাসীর পিঠার খিদা মেটানোকে পুঁজি করে অনেকের সংসার চলে৷ ডিসেম্বর থেকে শুরু হয়ে মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত চলে পিঠা বিক্রি৷ এই তিন মাসের আয় দিয়ে সারা বছরের সংসার খরচের একটা বড় অংশ তোলেন অনেকে৷
জেডএইচ/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)