ঢাকার ভোটের চিত্র: ভোটার উপস্থিতি কম, কর্মী-সমর্থক বেশি
ঢাকার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে প্রথম চার ঘণ্টায় ভোটার উপস্থিতি একদমই কম৷ ডয়চে ভেলের প্রতিনিধি দুটি কেন্দ্র ঘুরে একই চিত্র পেয়েছেন৷ কেন্দ্রদুটিতে কর্মী সমর্থকের সংখ্যা অনেক।
ভোটারের অপেক্ষায় পোলিং অফিসার
প্রিজাইডিং অফিসারের কাছ থেকে সবকিছু বুঝে নিয়ে পোলিং অফিসার অপেক্ষা করছেন ভোটারের জন্য। লোকেশনঃ হাজী আশ্রাফ আলী হাইস্কুল, মিরপুর।
প্রথম ভোটার
প্রথম ভোটার মিরপুর পূর্ব শেওড়াপাড়া বাসিন্দা শিরিনা ইয়াসমিন হাজী আশ্রাফ আলী হাইস্কুলের প্রথম ভোটার। তিনি কেন্দ্রে প্রবেশ করেন সকাল ৮টা ১৫ মিনিটে৷
সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
ভোটকেন্দ্রে আসা ভোটারদের বিভিন্নভাবে তথ্য দিয়ে সহায়তা করছেন কেন্দ্রে থাকা আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দম্পতি একসাথে
স্বামী-স্ত্রী এসেছেন একসাথে। জনাব আলমগীর হাওলাদার ও মিনারা বেগম এসেছেন ঢাকার মিরপুরের একটি ভোট কেন্দ্রে সকাল ৯টায়।
সার্বিক নিরাপত্তায় নিয়োজিত
কেন্দ্রের ভিতরে আনসার ও পুলিশ এবং বাহিরে দায়িত্ব পালন করছেব বিজিবির সদস্যরা। লোকেশনঃ আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরপুর ১০।
উপস্থিতি একেবারেই কম
ভোটারের উপস্থিতি কম। সকাল ১০টায় মিরপুর ১০ এর আদর্শ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে কিছুক্ষণের জন্য নারী ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বেলা বাড়ার সাথে বাড়তে পারে ভোট
সকাল ১১টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারদের সংখ্যা ছিল হাতে গোণা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে।
চারতলায় যখন ভোটের কক্ষ
হাঁপিয়ে উঠেছেন ওহিদুল ইসলাম। মিরপুর ১০ এর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৮৪ বছরের এই সাবেক সরকারি কর্মকর্তা চার তলায় ভোট নিয়ে নামার সময় কিছুটা হাঁপিয়ে উঠেন। সঙ্গে এসেছেন তাঁর ছেলে।
ভোটারের চেয়ে প্রার্থী বেশি
মিরপুর ১০ এর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল থেকে প্রার্থীদের কর্মী ও সমর্থকদের ভিড় দেখা যায় কেন্দ্রটির মাঠে। কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তাদের অনেকেই এখনো ভোট দেননি। কেন এখানে ভিড় করেছেন এর কোনো সদুত্তর দিতে পারেননি তারা।
ভোট দিয়ে খুশি
ভোট দিতে পেরে খুশি আজিমন নাহার। কাজীপাড়ার এই বাসিন্দা জানান, গতবার ভোট না দিতে পারলেও এবার ভোট দিতে পেরে তিনি সন্তুষ্ট এবং ভোটকেন্দ্রের পরিবেশও ভালো৷