ঢাকার বাতাস সবচেয়ে দূষিত!
এবার যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার অবস্থান নিচ থেকে সবার উপরে৷ বায়ু দূষণের লজ্জা যেন কিছুতেই কমানো যাচ্ছে না৷ বিশ্বের সবচেয়ে দূষিত ১০টি দেশের কথা থাকছে ছবিঘরে৷
ঢাকা প্রথম, বাংলাদেশ দ্বিতীয়
যেখানে যুক্তরাষ্ট্রের একিউআই সূচকে ৩০০ পয়েন্ট মানেই বাতাস বিপজ্জনক সীমা অতিক্রম করা, সেখানে ঢাকার বাতাস সম্প্রতি ৬০০ পয়েন্টও পার করেছে৷ সূচকে ঢাকা ৩০০ থেকে ৫০০ পয়েন্টের মধ্যে সবসময়ই আছে৷ এদিকে, সম্প্রতি ডাভোসে প্রকাশিত ইনডেক্সে দেখা যাচ্ছে, বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শেষ থেকে দ্বিতীয়৷
ডাভোসে প্রকাশিত প্রতিবেদন
ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মঙ্গলবার এনভারনমেন্টাল পারফর্মেন্স ইনডেক্স ইপিআই-এর প্রতিবেদনটি প্রকাশ করা হয়৷ ইপিআই স্কোর কম হওয়ার অর্থ হলো, বাতাস ভীষণভাবে দূষিত, জীববৈচিত্র হুমকির মুখে, কার্বন নিঃসরণ অত্যন্ত বেশি৷
বুরুন্ডি
বিশ্বের দূষিত দেশগুলোর মধ্যে শীর্ষে আছে বুরুন্ডি৷ এর ইপিআই স্কোর ২৭ দশমিক ৪৩৷
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গো
দূষিত দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে আছে আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গো৷ দেশটির ইপিআই স্কোর ৩০ দশমিক ৪১৷
ভারত
দূষিত শহরগুলোর মধ্যে ভারতের অবস্থান চতুর্থ৷ ইপিআই স্কোর ৩০ দশমিক ৫৭৷ এ বছরের প্রতিবেদনে দেখা যাচ্ছে, বাতাসের গুণগত মানের দিক থেকে এখনও সর্বনিম্ন অবস্থানে ভারত, স্কোর ৫ দশমিক ৭৫, যেখানে চীনের বায়ু দূষণের স্কোর ১৪ দশমিক ৩৯ এবং পাকিস্তানের ১৫ দশমিক ৬৯৷ এ সব দেশের বাতাস জনগণের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে রিপোর্টে বলা হয়েছে৷
নেপাল
দূষিত শহরগুলোর মধ্যে নেপাল আছে পঞ্চম স্থানে৷ এর ইপিআই স্কোর ৩১ দশমিক ৪৪৷
মাদাগাস্কার
ষষ্ঠ অবস্থানে আছে মাদাগাস্কার৷ যার ইপিআই স্কোর ৩৩ দশমিক ৭৩৷
হাইতি
হাইতি রয়েছে সপ্তম অবস্থানে৷ ইপিআই স্কোর ৩৩ দশমিক ৭৪৷
লেসোথো
এর পরেই লেসোথোর অবস্থান৷ দেশটির ইপিআই স্কোর ৩৩ দশমিক ৭৮৷
নাইজার
আফ্রিকার দেশ নাইজার রয়েছে নবম স্থানে৷ ইপিআই স্কোর ৩৫ দশমিক ৭৪৷
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক রয়েছে দশম স্থানে৷ ইপিআই স্কোর ৩৬ দশমিক ৪২৷