ঢাকার দেয়ালে বৈষম্যবিরোধী আন্দোলনের ছোঁয়া
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার দেয়ালগুলো ভরে ওঠে বিপ্লবী স্লোগানে৷ সবাই মিলে ঢাকার দেয়ালগুলো বর্ণিল গ্রাফিতিতে রাঙিয়ে তুলেছেন৷
গ্রাফিতিতে ভাষা আন্দোলন ও দেশাত্মবোধ
রাজধানীর সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর ও বিভিন্ন এলাকায় স্লোগানের সঙ্গে অনেকে গ্রাফিতি এঁকেও প্রতিবাদ জানান৷ বিভিন্ন রোডে এসব গ্রাফিতি আঁকেন তারা৷ বিভিন্ন দেয়ালেও গ্রাফিতির মাধ্যমে নানা দাবি তুলে ধরা হয়েছে৷
আমরা তোমাদের ভুলবো না
শিক্ষার্থীদের দেয়াল লিখন এবং গ্রাফিতিতে স্থান পেয়েছে ছাদে গিয়ে গুলিতে নিহত ছোট্ট রিয়াসহ যারা মারা গিয়েছেন তাদের নাম৷
পানি লাগবে পানি?
মৃত্যুর আগে মুগ্ধর স্নিগ্ধ হাসিতে বলা ‘পানি লাগবে পানি?’ শোভা পাচ্ছে দেয়ালগুলোতে৷
লাশের মিছিল ও রক্তাক্ত বাংলাদেশ
আন্দোলনে নিহতদের রক্তে রঞ্জিত লাল সবুজের বাংলাদেশ৷ দেয়ালে থাকছে তার প্রমাণ৷
সবাই মিলে গড়বো দেশ
ছোট বড় সব বয়সিরা এক সাথে মিলে রাঙিয়ে তুলছে ঢাকার দেয়ালগুলো৷
গড়বো অসাম্প্রদায়িক বাংলাদেশ
সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলে নতুন বাংলাদেশ হবে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবার- এই প্রত্যাশা শোভা পাচ্ছে দেয়াললিখনে৷
৩৬ জুলাই
২০২৪ সালে বাংলাদেশে জুলাই মাস শেষে আগস্ট আসেনি৷ জেন জি-র ভাষায় ৩৬ জুলাই দেশ স্বাধীনতা পায়৷ সেই তারিখটিই তুলির আঁচড়ে দেয়ালে লিখে রাখা হচ্ছে৷