ঢাকার জন্য ‘বাস মানচিত্র’
১১ জুন ২০১৩যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক কোম্পানি ‘আরবান লঞ্চপ্যাড' এর উদ্যোগে মানচিত্রটি তৈরি হয়েছে৷ এতে সহায়তা করেছে বাংলাদেশের ‘কেওকারাডং' নামক একটি সংস্থা ও ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট ‘কিকস্টার্টার'৷
সামহয়্যার ইন ব্লগে সংবাদটি শেয়ার করে উদ্যোগটি প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন মামুন ম. আজিজ৷ ‘‘বিশেষত মনে রাখতে হবে এ ধরনের উদ্যোগ আমাদের দেশে অবশ্যই প্রথম এবং ঢাকার মতো প্রায় বসবাস অযোগ্য একটি অতিমাত্রায় জনবহুল এবং অব্যবস্থার বেড়াজালে আবদ্ধ রাজধানী শহরের জন্য এটি অভাবনীয় এবং প্রয়োজনীয়তো বটেই৷''
এভারেস্ট জয়ী ওয়াসফিয়া নাজরীন ফেসবুকে খবরটি শেয়ার করে একে ‘বিস্ময়কর' একটি প্রকল্প বলে অভিহিত করেছেন৷ এর ফলে ঢাকায় বাসে চলাচলকারীদের অনেক সুবিধা হবে বলে তিনি মনে করেন৷
ঢাকার এই মানচিত্র নিয়ে ফেসবুকে একটি গ্রুপ তৈরি করা হয়েছে৷ সেখানে অনেক ফেসবুক ব্যবহারকারী এই উদ্যোগ নেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন৷ যেমন হাসনাইন শাওন লিখেছেন, ‘‘আমাদের মতো যারা ঢাকায় পরীক্ষা দিতে বা অন্য কোনো কাজে হঠাৎ হঠাৎ আসি তাদের জন্য দারুণ কাজে আসবে, অসংখ্য ধন্যবাদ৷ চালিয়ে যান৷''
তাইসিন আহমেদ লিখেছেন, ‘‘দারুণ একটা প্রকল্প৷ দেখে ভাল লাগলো৷''
তবে মানচিত্রটি এখনো আলফা পর্যায়ে রয়েছে৷ অর্থাৎ এপ্রিলে প্রকাশ করা মানচিত্রের উন্নয়নে যে কেউ পরামর্শ দিতে পারবেন৷ সেসবের ভিত্তিতে পরবর্তীতে একটি পরিপূর্ণ মানচিত্র প্রকাশ করা হবে বলে জানা গেছে৷
অনলাইন থেকে যে কেউ মানচিত্রটির পিডিএফ সংস্করণ তার স্মার্টফোন বা ডেস্কটপে ডাউনলোডও করে নিতে পারবে৷