ঢাকার কয়েকটি ভোটকেন্দ্রের সার্বিক চিত্র
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে ধারণা সিইসি’র। ১৪০টি কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে। গ্রেপ্তার হয়েছে ৪২ জন। রাজধানী ঢাকার মিরপুর এবং ফার্মগেটের বেশ কয়েকটি কেন্দ্রের সার্বিক পরিস্থিতি থাকছে ছবিঘরে৷
অনেকের তথ্য মিলছে না
সারাদিন ব্যাপী বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে প্রতিবেদক দেখতে পান, অনেকেরই ভোটার স্লিপের সাথে সার্ভারের তথ্য মিলছে না। তাঁরা জানান, মোবাইল অ্যাপে যা এসেছে, তা-ই লিখে দিলেও এখন ভোটকেন্দ্রে এসে দেখছেন তথ্যে গরমিল রয়েছে।
সকালে ভোটার উপস্থিতি একদম কম
ঢাকার একাধিক স্থানের ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, দুপুর ১২টা পর্যন্ত গড়ে ৩০-৪০টি ভোট হয়েছে প্রতিটি বুথে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে থাকে।
হেভিওয়েট প্রার্থীর কেন্দ্রও ফাঁকা
ঢাকার কচুক্ষেতের মুসলিম মডার্ণ একাডেমিতে ঢাকা-১৭ আসনের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত আওয়ামী লীগের একজন মনোনীত নৌকা প্রতীক প্রার্থী। কিন্তু দুপুর ১২:৩০ গিয়েও দেখা গেল এখানে ভোট পড়েছে গড়ে ২০-২৫ শতাংশ।
হেল্প ডেস্ক
ঢাকার কচুক্ষেতের মুসলিম মডার্ণ একাডেমির সামনে বেশ কিছু হেল্প ডেস্ক দেখা যায়। এখান থেকে বিভিন্ন প্রতীকের পোলিং এজেন্টগণ ভোটারদের ভোট স্লিপ দিয়ে সাহায্য করছেন বলে জানান তারা।
আগের চিত্র এখন আর নেই
ঢাকার কচুক্ষেতের তাওসিফ ট্রেডার্সের অন্যতম স্বত্বাধিকারী মোঃ ইসমাইল (ডানে)। তিনি জানান, তিনি কিশোরগঞ্জের ভোটার। আগে ভোটের এলাকা থেকে ফোন দিয়ে ভোট দেওয়ার জন্য প্রার্থীরা আহবান জানালেও এখন আর তাদের ভোটের দরকার হয়।
প্রার্থীর কেন্দ্র পরিদর্শন
ঢাকার ফার্মগেট তেজকুনিপাড়ার বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শনে আসেন ধাকা-১২ আসনের এমপি পদপ্রার্থী স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সংশ্লিষ্টদের সাথে কথা বলে তিনি ভোটকেন্দ্র ত্যাগ করেন।
প্রার্থী চলে যেতেই ভোটার গায়েব
ঢাকার ফার্মগেটের বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে দুপুর ২টায় গিয়ে দেখা যায়, সেখানে ভোটারদের ৫-৬টি লাইন। কিছুক্ষণ পর কেন্দ্র পরিদর্শনে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিন্তু তিনি চলে যাওয়ার পরেই সব’কটি লাইন এবং ভোটার উধাও হয়ে যান।
তরুণ ভোটারদের আগ্রহ
ঢাকার ফার্মগেট তেজকুনিপাড়ার বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করে দেখা যায় সেখানে তরুণ ভোটারের উপস্থিতি এবং ভোটের হারও বেশি।
ব্যালট বাক্স লক করা
সকাল ৮ টার আগেই ব্যালট বাক্স পোলিং এজেন্টের উপস্থিতিতে লক করতে দেখা যায় ভোট কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। মিরপুরের ভোটকেন্দ্র হাজী আশরাফ আলী হাইস্কুলের চিত্র এটি।
ভোট গণনা
বিকাল ০৪:১০ মিনিটে ঢাকার তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুলের ভোট গণনা শুরু হয়। এসময় সেখানে প্রতিটি প্রতীকের পোলিং এজেন্ট, পোলিং অফিসার, পুলিশ, সহকারী প্রিজাইডিং অফিসারের এবং প্রিজাইডিং অফিসারের উপস্থিতিতে ব্যালট বাক্স খোলা হয়। কেন্দ্রটিতে ভোট পড়ে গড়ে ৩৫ শতাংশ বলে জানান তারা।