ঢাকার আশপাশে ৪টি স্যাটেলাইট সিটি স্থাপনের সিদ্ধান্ত
৯ নভেম্বর ২০১১ঢাকার চারপাশে গাজীপুর, সাভার, কেরানীগঞ্জ এবং ঢাকার পূর্বাংশে ৪টি স্যাটেলাইট সিটি স্থাপনের সিদ্ধান্ত নেয় এই সরকার ক্ষমতায় আসার পরই৷ উদ্দেশ্য ঢাকার ওপর চাপ কমানো৷ এর প্রথম পদক্ষপ হিসেবে ধামরাইয়ে ৭শ' একর জমি প্রাথমিকভাবে নির্ধারণ করছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়৷ এই জায়গায় স্যাটেলাইট সিটি স্থাপনে খরচ ধরা হয়েছে ৬ হাজার কোটি টাকা৷ সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী আব্দুল মান্নান খান ওই এলাকা পরিদর্শনও করছেন৷তিনি জানান, আরো কয়েকটি জায়গা তারা চিহ্নিত করেছেন৷ তার পর্যালোচনা এবং পর্যবেক্ষণের কাজ এখন চলেছে৷
মন্ত্রী জানান, এই স্যাটেলাইট সিটি স্থাপনে অর্থ কোন সমস্যা হবেনা৷ এরজন্য রাজউক ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কাজ করছে৷ আর প্রয়োজন হলে পাবলিক-প্রাইভেট যৌথ বিনিয়োগের উদ্যোগ নেয়া হবে৷
মন্ত্রী বলেন, এই স্যাটেলাইট সিটি স্থাপনে অকৃষি জমি ব্যবহার করা হবে৷ কোন কৃষি জমি অধিগ্রহণের চিন্তা বা পরিকল্পনা নেই সরকারের৷ গাজীপুর কেরাণীগঞ্জ, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে স্যাটেলাইট সিটির জায়গা নির্ধাণের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে৷ এসব সিটিতে যাদের জমি অধিগ্রহণ করা হবে তারা ক্ষতিপূরণের বাইরেও সুবিধা পাবেন৷ আর স্বল্প আয়ের মানুষ দীর্ঘ মেয়াদী কিস্তিতে প্লট বা ফ্ল্যাট পাবেন৷ আর সিটিগুলোর নাম রাখা হবে স্থানীয় নদীর নমের সঙ্গে মিল রেখে৷ যেমন বংশি, ইছামতি, ধলেশ্বরী৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক