ঢাকায় সার্বজনীন দুর্গাপূজা
বাংলাদেশে এ বছর ২৮ হাজার পূজা মণ্ডপে পূজা উদযাপন হয়েছে৷ ধর্মীয় সম্প্রীতির এ দেশে দুর্গাপূজা এখন শুধু হিন্দুদেরই উৎসব নয়; এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে৷
চল্লিশ বছর ধরে প্রতিমা তৈরি
দুর্গাপূজার আগে পুরনো ঢাকার সুত্রাপুরের শ্রী শ্রী ঠাকুর জিউ মন্দিরে প্রতিমায় রং করছেন শিল্পী বিসু লাল পাল৷ গত প্রায় চল্লিশ বছর ধরে এই শিল্পী প্রতিমা তৈরি করছেন৷
সুত্রাপুরে দুর্গাপূজা
পুরনো ঢাকার সুত্রাপুরের শ্রী শ্রী ঠাকুর জিউ মন্দিরে প্রতিমার সাজসজ্জায় ব্যস্ত এক প্রতিমা শিল্পী৷ বাঙালি হিন্দু সমাজের প্রধান ধর্মীয় উৎসব এ শারদীয় দুর্গাপূজা ঢাকার বিভিন্ন এলাকায় পালন করা হয় ঘটা করে৷
ঢাকেশ্বরী জাতীয় মন্দির
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার মূল আয়োজন শুরু হয়৷ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহা সপ্তমীর দিন সকালে মণ্ডপের সামনে ভক্তদের ভিড়৷ ঢাকায় দুর্গা উৎসবের মূল আয়োজনটি বসে জাতীয় এ মন্দিরে৷
ভক্তের সমাগম
মহা সপ্তমীর দিনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবী দুর্গাকে প্রণাম করছেন ভক্তরা৷
অস্থায়ী মণ্ডপ
ঢাকার বনানী মাঠে দুর্গাপূজার অস্থায়ী মণ্ডপ৷ এই এলাকায় মূলত ধনিক শ্রেণির হিন্দুদের বসবাস৷ প্রতি বছর তাই এ মাঠে বর্ণিল সাজের মণ্ডপ তৈরি করে এখানকার পূজা উদযাপন কমিটি৷
সার্বজনীন উৎসব
বাংলাদেশে এ বছর ২৮ হাজার পূজা মণ্ডপে পূজা উদযাপন হচ্ছে৷ গত বছর এ সংখ্যা ছিল ২৭ হাজার ৮৫৮টি৷ ধর্মীয় সম্প্রীতির এ দেশে দুর্গাপূজা এখন শুধু হিন্দুদেরই উৎসব নয়; এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে৷
বনানীর পূজা
বনানী পূজা মণ্ডপে দেবী দুর্গার মূর্তি৷ সকল অপশক্তি, শত্রু এবং অসুরের বিরুদ্ধে বিজয় সুনিশ্চিত করতে দেবাদিদেবের পুঞ্জীভূত তেজ, সম্মিলিত শক্তির সামষ্টিক রূপ দেবী দুর্গা৷
কুমারী পূজা
মহা অষ্টমীর দিনে ঢাকার রামকৃষ্ণ মিশনে আয়োজন করা হয় কুমারী পূজার৷ নারী সমাজের মধ্যে মাতৃরূপ উপলব্ধি জাগ্রত করতেই মূলত আয়োজন করা হয় এই পূজার৷ এক শিশু কন্যাকে দেবী দুর্গার সামনে বসিয়ে কুমারী পূজা করা হয়৷ এদিন ভক্তদের ঢল নামে রামকৃষ্ণ মিশনে৷
শাঁখারি বাজার
পুরনো ঢাকা শাঁখারি বাজারের প্রবেশ পথে দুর্গাপূজার বর্ণিল তোরণ৷ এ এলাকার বেশিরভাগ বাসিন্দাই হিন্দু ধর্মাবলম্বী৷ ঢাকার অন্যসব এলাকার চেয়ে এ জায়গাটিতে তাই দুর্গা উৎসবেও আয়োজনও ভিন্ন৷
সড়কের উপরেই পূজা মণ্ডপ
শাঁখারি বাজারের পূজা মণ্ডপগুলো তৈরি হয় সড়কের উপরেই৷ তবে সড়ক বন্ধ করে নয়৷ এখানকার সরু গলির উপরে মাচা তৈরি করে বসানো হয় মণ্ডপ৷ নীচে রাখা হয় চলাচলের পথ৷ তবে দুর্গাপূজার এই ক’দিন যানবাহন চলাচল বন্ধ থাকে শাঁখারি বাজারের এই পথে৷
মেলা
দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকার বিভিন্ন এলাকায় বসে মেলা৷ এ মেলায় সব বয়সের, সব ধর্মের মানুষেরা আসেন নানান জিনিসপত্র কিনতে৷