ঢাকাবাসীর জীবনযাপনে শীতের ছোঁয়া
ঢাকায় এখন শীত। ভোরে, সন্ধ্যার পরে বেশ শীত অনুভূত হচ্ছে। তাই জীবনযাপনেও লেগেছে শীতের ছোঁয়া। ছবিতে দেখুন ঢাকায় শীতের আমেজ....
শীতে প্রাতঃভ্রমণ
রমনা পার্ক রাজধানীবাসীর প্রাতঃভ্রমণের জন্য খুব পছন্দের জায়গা। উদ্যানে গাছপালা বেশি থাকায় এখন ঠান্ডা একটু বেশি অনুভূত হচ্ছে। তাছাড়া ভোরে কুয়াশাও পড়ছে। তবুও শীতের পোশাক পরেই প্রতিদিন ভোরে রমনা পার্কে জগিং করেন অনেকে।
আগুন পোহানোর কাল
কুয়াশার চাদরমোড়া সকালে শীত নিবারণে নিম্ন-আয়ের মানুষদের শুকনো কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যায়। হাইকোর্টের সামনে ছবিটি তোলা।
মধ্যবিত্তের শীতের কেনাকাটা
ঢাকা কলেজের উল্টো দিকের ফুটপাতে শীতের পোশাকের প্রতি মধ্যবিত্ত ক্রেতাদের ঝোঁক লক্ষণীয়। দামে সস্তা হওয়ায় সবাই স্বস্তি নিয়েই কেনাকাটা করেন। এছাড়া নীলক্ষেত, বঙ্গবাজার, গাউছিয়া, সদরঘাট, গুলিস্তান ও মতিঝিল ব্যাংকপাড়ার ফুটপাতেও চলছে হুডি, সোয়েটার, জ্যাকেট, মাফলার, হাতমোজা, কানটুপিসহ বিভিন্ন ধরনের গরম কাপড় বেচাকেনা। নিউমার্কেটের ভেতরের দোকানগুলোতেও বেচাকেনা জমজমাট।
শীতের আবহে ফ্যাশন
ঢাকার বিভিন্ন শপিং মলে নানা ডিজাইনের শীতের পোশাক বেচাকেনা হচ্ছে। বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ইস্টার্ন প্লাজা, রাপা প্লাজা, আড়ং, পলওয়েল মার্কেট, গুলশান পিংক সিটি ও কর্ণফুলী গার্ডেন সিটি ঘুরে এই চিত্র দেখা যায়। এছাড়া ফ্যাশন হাউসগুলোতেও পাওয়া যাচ্ছে শীতের ফ্যাশনেবল পোশাক।
ছোটদের জন্য আকর্ষণ
শিশুরা রঙিন পোশাক পছন্দ করে। তাই বর্ণিল ফুল, লতাপাতা, কার্টুন চরিত্রসহ বিভিন্ন উপকরণ দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো হয় ছোটদের শীতের পোশাক। নিউমার্কেট এলাকার গ্লোব শপিং সেন্টার, নূরজাহান সুপার মার্কেট, গাউছিয়া মার্কেট, নূর ম্যানশন মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেটে সোনামনিদের শীতবস্ত্রের বেচাকেনা চলছে।
চাদরের চাহিদা
গায়ে চাদর জড়িয়ে শীত নিবারণ করেন অনেকে। তাই ঢাকায় শীতের মাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে শাল-চাদর বেচাকেনা বেড়েছে। নজরকাড়া ডিজাইনের চাইনিজ, বার্মিজ, কাশ্মীরি পশমিনা, লুধিয়ানা, জয়পুরি, ইরানি, টাঙ্গাইল, মণিপুরি ও খাদি চাদরের চাহিদা বেশি। কম দামে ভালো চাদর পাওয়া যাচ্ছে নিউমার্কেট, গাউছিয়া, বঙ্গবাজার, আজিজ সুপার মার্কেট ও মৌচাক মার্কেটে। এছাড়া দেশীয় ফ্যাশন হাউসেও রয়েছে পছন্দসই চাদর।
লেপের আদরে...
শীতে উষ্ণতা দেয় লেপ-কম্বল! বাজারে এখন নানান ডিজাইনের নকশা ও ফুল-লতাপাতার কাজ করা কম্বল দেখা যায়। মূলত চীন, থাইল্যান্ড, কোরিয়া, জাপান থেকে এগুলো আসে। এর বিপরীতে তুলা দিয়ে বানানো লেপের কদর কমেছে। লেপ-কম্বল পাওয়া যাচ্ছে নিউমার্কেট, গাউছিয়া, চকবাজার, টিকাটুলি, ডেমরা, গুলিস্তান, আজিমপুর, নীলক্ষেত, মৌচাক, তালতলা, মিরপুর, খিলক্ষেত ও উত্তরার বাজারে।
শীতকালীন সবজি
ঢাকার বিভিন্ন কাঁচাবাজারে সুস্বাদু শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে। পাইকারি বাজার কারওয়ান বাজারে এখন ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, পেঁয়াজকলি, লাউ, মুলা, মটরশুঁটি, নতুন আলুসহ টাটকা সবজির সমাহার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকবোঝাই শীতকালীন সবজি আসে এখানে।
এক ছাদের নীচে ৪৬ ধরনের পিঠা
ঢাকার বেইলি রোডে পিঠা ঘরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ৪৬ রকম পিঠার পসরা সাজানো হয়। সারাবছর এখানে পিঠা বিক্রি হলেও শীত মৌসুমে চাহিদা অনেক বেড়ে যায়। দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে। এখন প্রতিদিনই সন্ধ্যার পর ভিড় দেখা যায় পিঠা ঘরে। এজন্য রান্নাঘরে ব্যস্ত সময় কাটে কারিগরদের।
হাত বাড়ালেই শীতের পিঠা
শীত মৌসুমে পাড়া-মহল্লায় রাস্তার পাশে চিতই ও ভাপা পিঠার ভ্রাম্যমাণ দোকান দেখা যায়। চিতই পিঠার সঙ্গে সরিষা ও শুঁটকির ভর্তা দেওয়া হয় বিনা মূল্যে। ছবিটি পুরান ঢাকার স্বামীবাগে তোলা।
শীতে ত্বকের যত্ন
শীতে ত্বকে ময়েশ্চারাইজার ও ঠোঁটে পেট্রোলিয়াম জেলির ব্যবহার বেড়ে যায়। অনেকে গায়ে সর্ষের তেল মাখেন। শিশুদের জন্য অভিভাবকরা বেছে নেন বেবি অয়েল, অলিভ অয়েল।
শহর ছেড়ে দূরে
শীতে ভ্রমণপিয়াসীরা কক্সবাজার, সিলেট, শ্রীমঙ্গল, কুয়াকাটা, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সাজেকে বেড়াতে যাচ্ছেন। স্কুল-কলেজের পরীক্ষা শেষে গ্রামের বাড়িতে গেছেন অনেকে। এছাড়া নানা জায়গায় বনভোজনও করেন অনেকে৷
বিয়ের ধুম
শীত মৌসুম বিয়েরও মৌসুম। আরামে খাওয়া-দাওয়া, খাটা-খাটনি, ফুলের সহজলভ্যতা, বর-কনের সাজগোজ এবং হানিমুনের কথা ভেবে বিয়ের জন্য শীতকাল বেছে নেন অনেকে। এবারের শীতেও ঢাকায় অনেকের জীবনে বাজছে বিয়ের সানাই।