‘বৃক্ষ বালিকা’র সফল অস্ত্রোপচার
৮ ফেব্রুয়ারি ২০১৭হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সামন্ত লাল সেন বলেন, শাহানার রোগটি প্রাথমিক পর্যায়ে ছিল৷ তাই তার আর অস্ত্রোপচারের প্রয়োজন না-ও হতে পারে৷
সফল অস্ত্রোপচারের সংবাদে খুশি শাহানার বাবা শাহজাহান৷ তিনি মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যেতে উদগ্রীব৷ বাড়ি ফেরার পর শাহানাকে আবার স্কুলে পাঠানো হবে বলে জানান তিনি৷ তাঁদের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বালুরচর গ্রামে৷ গত ২৯ জানুয়ারি মেয়েকে হাসপাতালে ভর্তি করেছিলেন দিনমজুর শাহজাহান৷
চিকিৎসকরা বলছেন, শাহানা সম্ভবত বিশ্বের প্রথম নারী যে ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরুসিফোরমিস’ রোগে ভুগছে৷ অবশ্য এই বিষয়ে নিশ্চিত হতে আরও তথ্যের প্রয়োজন বলেও জানান তাঁরা৷ স্থানীয় ভাষায় এই রোগের নাম ‘ট্রি ম্যান সিনড্রোম’৷ সারা বিশ্বে হাফ ডজনেরও কম মানুষ এই রোগে আক্রান্ত বলে ধারণা করা হয়৷ বাংলাদেশের ২৭ বছর বয়সি রিকশাচালক আবুল বাজানদারও আছেন৷ ‘বৃক্ষমানব’ হিসেবে তিনি পরিচিতি পেয়েছিলেন৷ গত বছর ঢাকা মেডিকেলে তাঁর ১৬ বার অস্ত্রোপচার করা হয়৷ বাজানদারের বাড়ি খুলনার পাইকগাছায়৷ তার রোগের খবর প্রকাশিত হওয়ার পর তিনি সারা দেশের মানুষের সহানুভূতি পেয়েছিলেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে বাজানদারের চিকিৎসার অঙ্গীকার করেছিলেন৷
জেডএইচ/এসিবি (এএফপি)