ডয়চে ভেলের তথ্যচিত্রে সাক্ষাৎকার দেয়া যুবককে আটকের অভিযোগ
৯ এপ্রিল ২০২৩‘‘বাংলাদেশের ‘‘ডেথ স্কোয়াডের'' ভেতরের কথা'', ব়্যাব নিয়ে ডয়চে ভেলের বিশেষ এই তথ্যচিত্রে সাক্ষাৎকার দেয়া যুবক নাফিজ মোহাম্মদ আলমকে রোববার তার বসুন্ধরা আবাসিক এলাকার এপার্টমেন্ট থেকে ভাটারা থানার পুলিশ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তুলে নিয়ে যায় বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক তার এক বন্ধু৷ তথ্যচিত্রটি তৈরিতে সহায়তা করেছে নেত্র নিউজ৷
ভাটারা থানার এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে নাফিজ মোহাম্মদ আলমকে থানায় নিয়ে যাওয়ার তথ্যটি নিশ্চিত করেন৷ তিনি বর্তমানে থানা হাজতে আছেন বলেও জানিয়েছেন সেই পুলিশ সদস্য৷ তবে কোনো অভিযোগ বা মামলার ভিত্তিতে নাফিজকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা তিনি জানাতে পারেননি৷
ডয়চে ভেলের ব়্যাব বিষয়ক তথ্যচিত্রে নাফিজ মোহাম্মদ আলম ব়্যাবের এক কর্মকর্তার হাতে নির্যাতনের শিকার হওয়ার কথা জানান৷ ২০২১ সালের নভেম্বরে তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছিল ব়্যাব ১, যা সেসময় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল৷
এআই/কেএম