‘আলাপ’ কেন?
২২ সেপ্টেম্বর ২০১৫বাংলাদেশের সমাজ বিভিন্ন ইস্যুতে বিভক্ত৷ ইসলামের ভূমিকা কী হওয়া উচিত? দেশটির ধর্মনিরপেক্ষতার পরিধি কতটা বিস্মৃত হবে? মানবাধিকার পরিস্থিতির কতটা উন্নতি হওয়া উচিত? বাকস্বাধীনতা এবং মন্তব্য প্রকাশের স্বাধীনতা কি খর্ব করা হয়েছে? দেশটিতে আতঙ্কজনক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাখ্যাই বা কী? দেশটির অতীত এবং মুক্তিযুদ্ধ নিয়ে পর্যালোচনা কতটা কার্যকর? উদারপন্থিরা কি ইসলামের অসম্মান করছেন? ধর্ম কি সমাজে বিভেদ সৃষ্টি করছে? বাংলাদেশে গণতন্ত্র কি হুমকির মুখে?
ডয়চে ভেলে, জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র, তার নিরপেক্ষতার জন্য বিখ্যাত৷ আমরা আশা করছি বাংলাদেশের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুতে বিতর্কের জন্য একটি ‘প্ল্যাটফর্ম' তৈরির মাধ্যমে আমরা দেশটির সমৃদ্ধিতে অবদান রাখতে পারবো৷ আমাদের আলোচনায় অংশ নেয়ার হ্যাশট্যাগ #dwAlaap৷
ডিডাব্লিউ আলাপ – বাকস্বাধীনতার বাস্তব প্রয়োগ
আলাপ নিয়ে আপনার কোন প্রশ্ন আছে? আমাদের উত্তর পেতে লিখুন নীচে মন্তব্যের কলামে৷