ডয়চে ব্যাংকের লোকসান
২২ জানুয়ারি ২০১৪শুধু তাই নয়৷ এর ওপর যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট মঙ্গলবার বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই ডাক্সসহ ইউরোপের অন্যান্য শেয়ারগুলির সূচকও বেশ নীচের দিকে নেমে যায়৷ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার জানায় যে, ইউরোর বিনিময় মূল্যের ওপরও ডয়চে ব্যাংকের এই লোকসান একটা প্রভাব ফেলেছে এবং পরবর্তীতেও ইউরো অঞ্চলের ওপর এর একটা পরোক্ষ প্রভাব থাকতে পারে৷ জানা গেছে, গত ছয় সপ্তাহের মধ্যে ইউরোর বিনিময় মূল্য সোমবার সবচেয়ে নীচে নেমে যায়৷
এই লোকসানের মূল কারণ
এর প্রধান কারণ জার্মানির নতুন মন্ত্রীসভায় পরিবর্তন এবং তার পুনর্গঠন৷ ডয়চে ব্যাংকের অন্যতম প্রধান কর্মকর্তা ইয়ুর্গেন ফিচশেন জানান, ২০১৪ সালেও রাজনীতি জগতে নানা পরিবর্তন এবং ব্যাংকের অভ্যন্তরীণ নীতি-নির্ধারকদের মধ্যে অদলবদলের কারণে আরো বড় রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ব্যাংকটি৷ তবে ২০০৭ সালে আর্থিক সংকট শুরু হওয়ার পর থেকে এমন বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ডয়চে ব্যাংক, পরিস্থিতি সামালও দিয়েছে৷ তাই চিন্তার কারণ নেই বলেই আশ্বস্ত করেছেন ইয়ুর্গেন ফিচশেন৷
লাভ হয়েছে ব্রিটেনের
জার্মান ব্যাংকটির এই লোকসানের ফলে শেয়ার বাজারে বেশ ভালো অবস্থায় উঠে এসেছে যুক্তরাজ্যের শেয়ার সূচক৷ ২০১৩ সালের শেষ তিন মাসে রয়েল ব্যাংক অফ স্কটল্যান্ড এবং বার্কলে ব্যাংকের শেয়ার প্রায় ১.৩ শতাংশ উপরে উঠেছে৷ এছাড়া, এই লোকসানের পরও ইউরোজোনে সার্বিকভাবে অর্থনৈতিক অবস্থার উন্নতিই হয়েছে৷ তাই এই এলাকার বন্ড কেনার প্রতি আস্থা বাড়ছে বিনিয়োগকারীদের৷ ফলে ইউরোজোনের বেইলআউটপ্রাপ্ত দেশ স্পেন, ইটালি, পর্তুগাল ও আয়ারল্যান্ডের ইস্যু করা বন্ড এখন সংকটের আগের হারেই লেনদেন হচ্ছে৷
পজোর শেয়ারে দরপতন
ওদিকে সোমবারই ইউরোপের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা পজো ঘোষণা করেছে যে, তাদের শেয়ার সূচক প্রায় ৪.৯ শতাংশ হারে কমেছে৷ শোনা যাচ্ছে, গত বছর, মানে ২০১৩ সালে তাদের গাড়ি বিক্রির পরিমাণ ২.৮২ মিলিয়ন কমে যাওয়ার ফলেই শেয়ার সূচকে এই ধস নেমেছে৷ তবে পজোর খারাপ সময়টা আরো আগেই শুরু হয়েছে, তিন বছর ধরে বিশ্বে পজো গাড়ি বিক্রির হার কমছে৷
ডিজি/এসিবি (এএফপি, রয়টার্স, এপি, ডিপিএ)