1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডেল্টা সংস্করণের থাবা থেকে রেহাই পেতে পারে জার্মানি

২৩ জুন ২০২১

জার্মানির বিশিষ্ট ভাইরোলজিস্টের মতে, বিভিন্ন কারণে এবং সঠিক পদক্ষেপের মাধ্যমে জার্মানিতে করোনা ভাইরাসের ডেল্টা সংস্করণের প্রকোপ সীমিত রাখা সম্ভব৷ চ্যান্সেলর ম্যার্কেল ইউরোপে আরও সমন্বয়ের ডাক দিয়েছেন৷

https://p.dw.com/p/3vOyd
ভাইরোলজিস্ট ক্রিস্টিয়ান ড্রস্টেন
ভাইরোলজিস্ট ক্রিস্টিয়ান ড্রস্টেনছবি: Britta Pedersen/dpa/picture alliance

ব্রিটেনের পর ইউরোপেও করোনা ভাইরাসের অত্যন্ত ছোঁয়াচে ডেল্টা সংস্করণ ছড়িয়ে পড়ার আশঙ্কা সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন একের পর এক বিশেষজ্ঞ৷ পর্তুগালের মতো দেশ এই ভেরিয়েন্ট মোকাবিলা করতে কড়া পদক্ষেপ নিচ্ছে৷ কিন্তু জিনোম সিকোয়েন্সিং প্রক্রিয়ায় দীর্ঘ বিলম্ব ও পরীক্ষার স্যাম্পেল সাইজ যথেষ্ট বড় না হওয়ায় সঠিক চিত্র পেতে সময় লাগছে৷ ততদিনে এই ডেল্টা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷ তাদের মতে, গ্রীষ্মকালে সেই প্রক্রিয়া তেমন দ্রুত না ঘটলেও হেমন্ত কালের মধ্যে জনসংখ্যার অরক্ষিত অংশের মধ্যে মারাত্মক হারে ছড়িয়ে পড়তে পারে ডেল্টা ভেরিয়েন্ট৷ তখন প্রশাসনকে নতুন করে বিধিনিয়ম চালু করে কড়া পদক্ষেপ নিতে হবে৷

এরই মধ্যে জার্মানির জন্য কিছুটা আশার আলো দেখাচ্ছেন বিশিষ্ট ভাইরোলজিস্ট ক্রিস্টিয়ান ড্রস্টেন৷ তার মতে, জার্মানি ব্রিটেনের মতো পরিস্থিতি এড়িয়ে যেতে পারে৷ সর্বশেষ তথ্য অনুযায়ী জার্মানিতেও করোনা ভাইরাস আক্রান্তদের মঘ্যে ডেল্টা সংস্করণের অনুপাত বেড়ে গেলেও সংক্রমণের হার ধারাবাহিকভাবে কমে চলেছে৷ প্রতি এক লাখ মানুষের মধ্যে সংক্রমণের গড় সাপ্তাহিক হার প্রায় সাতে নেমে এসেছে৷ ড্রস্টেনের মতে, এমন পরিস্থিতি বেশ কিছুকাল স্থিতিশীল থাকতে পারে৷ তাছাড়া ভারত থেকে সরাসরি জার্মানিকে ভ্রমণের হার ব্রিটেনের তুলনায় অনেক কম হওয়ায় সেই পথে ডেল্টা সংস্করণের প্রবেশের সম্ভাবনাও কম৷ তবে রবার্ট কখ ইনস্টিটিউটের হিসেব অনুযায়ী করোনা আক্রান্ত মানুষের মধ্যে ডেল্টা ভেরিয়েন্টের অনুপাত প্রতি সপ্তাহে দ্বিগুণ হতে থাকলে দুশ্চিন্তার কারণ রয়েছে বলে ড্রস্টেন মনে করেন৷ তাই তিনি সতর্কতা বজায় রাখার পক্ষে সওয়াল করেন৷ উল্লেখ্য, জার্মানির হেসে রাজ্যে আক্রান্তদের মধ্যে সম্ভবত ২০ শতাংশ ডেল্টা সংস্করণ ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ টিকা কর্মসূচির গতিও বাড়ানো প্রয়োজন বলে ড্রস্টেন মনে করেন৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল করোনা সংক্রমণের হার কমে চলায় সন্তোষ প্রকাশ করলেও ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন৷ চলতি সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের আগে তিনি করোনা মোকাবিলায় ইইউ সদস্যদের মধ্যে আরও বেশি সমন্বয়ের আশা প্রকাশ করেন৷ ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েনের সঙ্গে আলোচনার পর ম্যার্কেল বলেন, দুর্ভাগ্যবশত এখনও ভ্রমণের ক্ষেত্রে সব সদস্য দেশ অভিন্ন পদক্ষেপ নিচ্ছে না৷ উদাহরণ হিসেবে তিনি পর্তুগালের উল্লেখ করেন৷ সেখানে সংক্রমণের হার বেড়ে চলায় লিসবন এলাকায় কড়াকড়ি বাড়াতে হয়েছে৷ তার মতে, সবাই মিলে আরও কঠিন পরিশ্রম করলে হয়তো এমন পরিস্থিতি এড়ানো যেত৷

ইইউ কমিশনের প্রেসিডেন্ট ফন ডেয়ার লাইয়েন ইউরোপে ডেল্টা সংস্করণের বিপদের উল্লেখ করেও করোনা টিকার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার উপর জোর দেন৷ তিনি বলেন, ইউরোপে অনুমোদিত টিকাগুলি এখনো পর্যন্ত ডেল্টা ভেরিয়েন্টের ভালো মোকাবিলা করতে পারছে৷ তাই যত দ্রুত সম্ভব টিকাদান চালিয়ে যাওয়া উচিত৷ ১লা জুলাই থেকে ইইউ কোভিড সার্টিফিকেটের মাধ্যমে ভ্রমণ সহজ করার পদক্ষেপকে বড় সাফল্য হিসেবে তুলে ধরেন তিনি৷ ইইউ-র বাইরে থেকেও টিকার সব ডোজ পাওয়া মানুষের প্রবেশের অনুমতির মাধ্যমে পর্যটন শিল্প আবার চাঙ্গা করার আশা করছে ইইউ৷

এসবি/কেএম (ডিপিএ, এএফপি)