1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডি-৮ সম্মেলনে যোগ দিচ্ছেন ড. ইউনূস ও শেহবাজ শরীফ

১৭ ডিসেম্বর ২০২৪

বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের পারস্পরিক অর্থনৈতিক সহযোগীতাকারী প্রতিষ্ঠান 'ডি-৮' এর ১১তম সম্মেলনে যোগ দিতে কায়রো যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস৷

https://p.dw.com/p/4oFMR
 ড. মুহাম্মদ ইউনূস
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসছবি: Press Wing of CAO

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বার্তা সংস্থা ইউএনবিকে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর সম্মেলনে ড. ইউনূস এর যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন৷

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সম্মেলনে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফর যোগদানের কথা রয়েছে৷ 

ডি-৮ অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন  মূলত ইরান, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া,মালয়েশিয়া, তুরস্ক ও নাইজেরিয়ায়র সমন্বয়ে গঠিত৷ বর্তমান বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে আগামী ১৯ ডিসেম্বর শুরু হতে যাওয়া ডি-৮ এর সম্মেলনটিকে বেশ গুরুত্ব দেয়া হচ্ছে৷ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি এবং সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরিতে বিশেষভাবে জোর দেয়া হবে এবারের সম্মেলনে৷   

এছাড়াও মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিশেষভাবে গাজা ও লেবানন ইস্যু নিয়ে আলোচনার কথা রয়েছে৷ সিরিয়ার বাশার আল আসাদ পতনের মাধ্যমে শেষ হয়েছে বাথ পার্টির ৬১ বছরের শাসনের৷ সিরিয়ার পরিবর্তিত বাস্তবতায় মধ্যপ্রাচ্যে ইরানের শক্তিশালী অবস্থানের কিছুটা পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে৷

আসাম সীমান্তে বন্ধ বাণিজ‍্য, কোটি কোটি টাকার ক্ষতি

সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে বাসার আল আসাদের সরকার ইরান ও রাশিয়ার সহযোগিতায় বিগত ১৩ বছর ধরে লড়াই করে আসছিল৷ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তার অভিযোগও রয়েছে ইরানের বিরুদ্ধে৷ ইরানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে নিজ দেশে মানবাধিকার লঙ্ঘনের গুরুত্ব আন্তর্জাতিক অভিযোগ আনা হচ্ছে বিগত কয়েক বছর ধরে৷ এমন পরিস্থিতিতে সিরিয়ায় আসাদ সরকারের পতনে মধ্যপ্রাচ্যে ইরান তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্রকে হারিয়েছে৷

তবে ইরানের অনেক নাগরিক আসাদের পালিয়ে যাওয়ার ঘটনায় তাদের নিজ দেশের সরকারের বিষয়ে আশার আলো দেখছেন৷ ইরানের শাসকদের বিরুদ্ধেও ভিন্ন মতাদর্শের সমর্থকদের হত্যা ও জেল-হেফাজতে নির্যাতনের অভিযোগ রয়েছে৷

এসএইচ/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য