1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

'ডার্টি বম্ব' নিয়ে ভারতকে ফোন রাশিয়ার

২৭ অক্টোবর ২০২২

ইউক্রেন অনৈতিক বোমা ব্যবহারের পরিকল্পনা করছে, চীন এবং ভারতকে ফোন করে অভিযোগ জানালো রাশিয়া।

https://p.dw.com/p/4Ijeo
ইউক্রেন যুদ্ধ
ছবি: Alexander Nemenov/AFP/Getty Images

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্জেই শোইগু বুধবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ভিডিও কল করেন বলে রাশিয়ার সংবাদমাধ্যম দাবি করেছে। সেখানে ইউক্রেন কীভাবে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে, তা নিয়ে অভিযোগ করেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। বস্তুত, এর ঠিক পরেই চীনের প্রতিরক্ষামন্ত্রীকেও তিনি ফোন করেন বলে সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

রাশিয়া অবশ্য, সরাসরি পরমাণু বোমা শব্দটি উচ্চারণ করছে না। তারা 'ডার্টি বম্ব' শব্দটি ব্যবহার করছে। কী এই ডার্টি বম্ব? ভারতের প্রশ্নের উত্তরে সারজেই জানিয়েছেন, ক্ষতিকারক তেজস্ক্রিয় পদার্থ বা রেডিও অ্যাক্টিভ পদার্থ বাতাসে মিশিয়ে দিতে পারে এই বোমা। কেমিক্যাল বা বায়োলজিক্যাল বোমা ব্যবহারেরও চক্রান্ত করছে ইউক্রেন। চীনকেও এই একই কথা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, এর আগে ন্যাটোর একাধিক দেশের মন্ত্রীদের এই একই বার্তা দিয়েছিল মস্কো। গত রোববার একাধিক ব্যক্তিকে ফোন করা হয়েছিল।

ভারতের সাবেক লেফটন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য মস্কোর এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছে ইউক্রেন যুদ্ধ। সেই সময় থেকে এখনো পর্যন্ত ভারত কোনো দেশকেই সমর্থন জানায়নি। জাতিসংঘে এ সংক্রান্ত কোনো ভোটাভোটিতেও ভারত অংশ নেয়নি। পশ্চিমা দেশগুলি প্রথম থেকেই ভারতের এই অবস্থান ভালো চোখে দেখেনি। অন্যদিকে, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে। এই পরিস্থিতিতে ডার্টি বম্ব নিয়ে ভারতের কাছে রাশিয়ার ফোন গুরুত্বপূর্ণ। উৎপল ভট্টাচার্যের বক্তব্য, ''এই ফোনটি করে রাশিয়া একদিকে কপিবুক কূটনীতি দেখিয়েছে। অন্যদিকে, ভারতের অবস্থান রাশিয়া যে ভালো চোখেই দেখছে এবং ভবিষ্যতেও ভারতের কাছ থেকে এই অবস্থানই প্রত্যাশা করছে, তা স্পষ্ট করে দিয়েছে।'' বস্তুত, রাশিয়া এবং চীন একটি ব্লক তৈরি করছে বলে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন। পশ্চিমা-বিশ্ব বিরোধী সেই ব্লকে ভারতকে সরাসরি না পেলেও ভারতকে নিরপেক্ষ রাখতে পারলেই রাশিয়ার লাভ। রাজনাথের সঙ্গে সার্জেইয়ের বৈঠক সে পথকে ত্বরান্বিত করতে পারে বলে কূটনীতিকদের একাংশের ধারণা।

বিশ্বের বিভিন্ন দেশকে ফোন করে মস্কোর এই অভিযোগ রাশিয়ার দ্বিতীয় ধাপের যুদ্ধকৌশল বলে মনে করছেন উৎপল ভট্টাচার্য। এখান থেকে পরিস্থিতি আরো ঘণীভূতও হতে পারে, আবার কূটনৈতিক সমাধানের পথেও যেতে পারে বলে তার বক্তব্য।

তবে ডার্টি বম্ব এখন ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বড় আলোচিত বিষয়। ইউক্রেন পাল্টা অভিযোগ করেছে যে, রাশিয়া ডার্টি বম্ব ব্যবহার করতে চাইছে বলে আগেই ইউক্রেনের উপর দোষ চাপিয়ে রাখার চেষ্টা করছে। বস্তুত, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যেও ইউক্রেনের প্রেসিডেন্টের কথার প্রতিফলন মিলেছে। চীন এবিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, মস্কো বিবৃতি জারি করার পরেও ভারত ফোন কল নিয়ে কোনো মন্তব্য করেনি।

এসজি/জিএইচ (এএফপি)