ডানপন্থি হামলা নিয়ে জার্মান সংসদে উত্তপ্ত বিতর্ক
১২ সেপ্টেম্বর ২০১৮দিনের শুরুতে অভিবাসনবিরোধী দল এএফডির সহ-প্রতিষ্ঠাতা আলেক্সান্ডার গাউলান্ড কেমনিৎসেডানপন্থিদের বিক্ষোভের সমালোচনাকরায় সরকার ও চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে লক্ষ্য করে বক্তব্য রাখেন৷ ম্যার্কেলের উদ্দেশে তিনি বলেন, ‘‘ঘৃণা প্রকাশ করা কোনো অপরাধ নয়৷''
গাউলান্ড বলেন, বিক্ষোভে অংশ নেয়া বেশিরভাগ মানুষই ছিলেন ‘উদ্বিগ্ন নাগরিক'৷
উল্লেখ্য, ‘অল্টারনেটিভ ফর ডয়েচলান্ড' বা এএফডি বর্তমানে জার্মান সংসদের সবচেয়ে বড় বিরোধী দল৷ চ্যান্সেলর ম্যার্কেলের খোলা শরণার্থী নীতির সমালোচনা ও মুসলিমবিরোধী অবস্থান নিয়ে জার্মান সংসদে প্রবেশে সমর্থ হয় তারা৷
গাউলান্ডের বক্তব্যের উত্তরে ম্যার্কেল বলেন, অভিবাসীরা যে অপরাধ করছেন, তা নিয়ে অন্য জার্মানদের মতো তিনিও উদ্বিগ্ন৷ এবং এ ব্যাপারে শক্ত পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেন তিনি৷
তবে তাই বলে অভিবাসীদের অপরাধের প্রতিক্রিয়ায় ঘৃণা প্রকাশ, নাৎসি সমর্থন ও সংঘাত মেনে নেয়া যায় না, বলে মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর৷ কেমনিৎসে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিক্ষোভকে ‘ঘৃণ্য' কাজ বলে উল্লেখ করেন তিনি৷
জার্মানির গত নির্বাচনে চ্যান্সেলর পদে ম্যার্কেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামাজিক গণতন্ত্রী দলের নেতা মার্টিন শ্যুলজ'ও এএফডি দলের সমালোচনা করে সংসদে বক্তব্য রেখেছেন৷ তিনি দলটির বিরুদ্ধে ‘ফ্যাসিবাদের নীতি' অনুসরণ করার অভিযোগ আনেন৷ শ্যুলজ বলেন, দেশের জটিল রাজনৈতিক সমস্যাকে একটিমাত্র বিষয়ে সীমাবদ্ধ করতে চায় এএফডি৷
মুক্ত গণতন্ত্রী দল এফডিপির নেতা ক্রিস্টিয়ান লিন্ডনার-ও শ্যুলজের মতো একই সুরে এএফডি দলের সমালোচনা করেছেন৷ জার্মানির রাজনৈতিক বিতর্ক শুধুমাত্র অভিবাসন বিষয়ে নেমে এসেছে বলে হতাশা প্রকাশ করেন তিনি৷ এরপর কয়েকটি সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘এসব সমস্যা নিয়ে আমরা গভীর আলোচনা করতে পারতাম, কিন্তু আমরা আবারও শুধু অভিবাসন নিয়ে কথা বলছি৷''
বেন নাইট/জেডএইচ