জার্মান ফুটবল
২৩ এপ্রিল ২০১২সব ক্লাবকে পেছনে ফেলে সবোর্চ্চ ৭৫ পয়েন্ট পেয়ে এগিয়ে রয়েছে বোরুসিয়া ডর্টমুন্ড৷ ফলে, বুন্ডেসলিগার বাকি দুটো খেলায় যদি তারা হেরেও যায়, তবুও শিরোপা থাকবে ডর্টমুন্ডের ঘরেই৷ গত রোববার বুন্ডেসলিগার ফাইনালে ম্যোনশেনগ্লাডবাখ'কে ২-০ গোলে হারিয়ে পর পর দ্বিতীয়বারের জন্য বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন হয় ডর্টমুন্ড৷
নতুন রেকর্ডের অপেক্ষা. ..
টানা ২৬টি খেলায় অপরাজিত থেকেছে ডর্টমুন্ড৷ বুন্ডেসলিগার ইতিহাসে এতো বড় সাফল্য আর কোনো ক্লাব পায় নি কোনো দিন৷ এমন কি, জার্মান ফুটবলের পরাশক্তি বায়ার্ন মিউনিখ-ও একটানা কখনোই জিততে পারে নি এতগুলো ম্যাচ৷
বুন্ডেসলিগার আর মাত্র দুটো খেলা আছে ডর্টমুন্ড'এর সামনে৷ যদি এই দুটো খেলাই জিততে পারে তাহলে তাদের পয়েন্ট হবে ৮১৷ যা হবে জার্মান ঘরোয়া ফুটবলের ইতিহাসে নতুন এক রেকর্ড৷
এখন পর্যন্ত সর্বোচ্চ পয়েন্ট এর রেকর্ড হলো ৭৯৷ রেকর্ডের এ গৌরবটা আছে বায়ার্ন মিউনিখ-এর দখলে৷ জার্মান ফুটবল বোদ্ধারা বলছেন, ডর্টমুন্ড যেভাবে খেলছে তাতে বায়ার্নের রেকর্ডটা বোধহয় ভেঙেই যাবে৷
জার্মান কাপ বিজয়ের পথে..
বুন্ডেসলিগার ট্রফি তো নিজেদের হয়েই গেলো৷ এবার আরো এক বিজয়ের স্বপ্নে বিভোর ডর্টমুন্ড৷ সেই স্বপ্ন জার্মান কাপ-এর ফাইনালকে ঘিরে৷
আগামী ১২ মে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে জার্মান কাপ ফাইনালে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে লড়বে ডর্টমুন্ড৷
জার্মান কাপের এই খেলাটা ডর্টমুন্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ ডর্টমুন্ড কখনোই এক মৌসুমে একই সঙ্গে বুন্ডেসলিগা এবং জার্মান কাপ – এই দু'টো প্রতিযোগিতার শিরোপা অর্জন করতে পারে নি৷ কিন্তু এবার সে সুযোগ এসেছে৷
দলগত ভাবে ডর্টমুন্ডের খেলোয়াড়রা আছে দুর্দান্ত ফর্মে৷ আর আছে পরপর অনেকগুলো বিজয়ের রেশ৷ ফলে, ডর্টমুন্ডের কোচ, কর্মকর্তা কি সমর্থকরা – সকলেই দেখছে আরেকটি বিজয়ের স্বপ্ন৷ আর এই স্বপ্নটা পূরণ হলেই নতুন এক ইতিহাস হবে ডর্টমুন্ডে৷
জার্মান কাপ এর ফাইনাল গুরুত্বপূর্ণ বায়ার্ন মিউনিখের জন্যও৷ কারণ খেলাটি শেষ হবার মাত্র ক'দিন পরই বায়ার্নকে খেলতে হতে পারে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে৷ বায়ার্ন যদি জার্মান কাপ জিততে পারে তাহলে একদিকে তারা ভুলতে পারবে বুন্ডেসলিগার শিরোপা না পাওয়ার দুঃখ৷ অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগের ফাইনালটাও লড়তে পারবে চাঙ্গা হয়ে৷
প্রতিবেদন: আফরোজা সোমা (এপি, এফপি)
সম্পাদনা: সঞ্জীব বর্মন