ডর্টমুন্ডের জয়যাত্রা
১৬ সেপ্টেম্বর ২০১২ডর্টমুন্ডের জয়যাত্রা মাঠে বসে প্রত্যক্ষ করেছেন খোদ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ খেলার শুরুর দিকে অবশ্য সেদলকে খানিকটা বেগ পেতে হয়েছে৷ কিন্তু ২৯ মিনিটের মাথায় বায়ার লেভারকুজেনের প্রতিরক্ষা ব্যুহ ভেঙ্গে পড়ে৷ তখন ডর্টমুন্ডের মাট্স হুমেলস কর্নার থেকে পাওয়া একটি বল সহজেই জালে জড়ান৷
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে ডর্টমুন্ডের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ইয়াকুব ব্লাসচিকভস্কি৷ খেলার ৭৮ মিনিটে আবারো আঘাত হানেন ব্লাসচিকভস্কি৷ ডর্টমুন্ডকে ৩-০ গোলের ব্যবধানে জয় এনে দিতে বিশেষ ভূমিকা রাখেন এই পোলিশ তারকা৷
তবে সপ্তাহান্তে সাড়া জাগিয়েছে বুন্ডেসলিগার আরেকটি ম্যাচ৷ ব্রেমেনকে ৩-২ গোলে হারিয়েছে হানোফার৷ এই খেলার শুরুটা দুর্দান্ত করেছিল হানোফার৷ কিন্তু দ্বিতীয়ার্ধে খেলায় সমতা ফিরিয়ে আনে ব্রেমেন৷ তাসত্ত্বেও খেলার শেষ মুহূর্তে নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নেয় হানোফার৷
হানোফারের স্যাবলশ হুসকি দলের পক্ষে প্রথম গোলটি করেন৷ মাত্র ছয়মিনিটের মাথায় এই গোলে এগিয়ে যায় হানোফার৷ প্রথম গোলের মাত্র চার মিনিট পর হুসকির কাছ থেকে পাওয়া একটি পাস সফলতার সঙ্গে জালে জড়ান হানোফারের আরেক খেলোয়াড় লিওন আন্দ্রেয়াস৷
খেলার ২৬ মিনিটে অবশ্য একটি গোল শোধ করে ভের্ডার ব্রেমেন৷ সেদলের আরন হান্ট পেনাল্টি থেকে দলের পক্ষে একটি গোল করেন৷ এরপর খেলায় কর্তৃত্ব বজায় রাখে ব্রেমেন৷ খেলার ৭৪ মিনিটে খেলায় সমতা ফিরিয়ে আনেন সেদলের কাভিন ডি ব্রনে৷
বুন্ডেসলিগার এই ম্যাচটির শেষ দশমিনিট ছিল নাটকীয়তায় ভরপুর৷ অফসাইডের অজুহাতে একটি যুক্তিসঙ্গত গোল হারায় ব্রেমেন৷ আর শেষ মুহূর্তে হাঙ্গেরিয়ান তারকা স্যাবলশ হুসকি গোল করে হানোফারের জয় নিশ্চিত করেন৷
প্রতিবেদন: বেন নাইট / এআই
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই