1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৯ অক্টোবর ২০১৯

নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের একটি শ্রম আদালত৷

https://p.dw.com/p/3QyxV
New York Social Good Summit Dr. Muhammad Yunus
ছবি: Getty Images/S. Vlasic

বুধবার শ্রম আদালতে উপস্থিত হয়ে সমনের জবাব দেওয়ার দিন ধার্য থাকলেও এদিন আদালতে যাননি ড. ইউনূস৷ ফলে ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে দৈনিক যুগান্তর এক প্রতিবেদনে জানিয়েছে৷

ইউনূসের আইনজীবী রাজু আহম্মেদ আদালতকে বলেন, ড. ইউনূস সম্মানিত ব্যক্তি, তিনি ব্যবসার কাজে বিদেশে অবস্থান করছেন, দেশে এলে আদালতে উপস্থিত হবেন৷ ‘‘যদিও তিনি বিদেশে থাকায় আমাকে পাওয়ার দেননি তবুও আপনার কাছে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি না করার অনুরোধ করছি৷''

সামাজিক ব্যবসা: লাভজনক উপায়ে দারিদ্র্য দূর

মামলার বাদী প্রস্তাবিত গ্রামীণ কমিউনিকেশন্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, ‘‘প্রতিষ্ঠানে ইউনিয়ন গঠন করায় চাকরিচ্যুত হওয়ায় আমরা ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করি৷ তিনি আজ আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷''

গত ৩ জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন গ্রামীণ কমিউনিকেশন্সের চাকরিচ্যুত তিনকর্মী৷ আদালত তাঁদের হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল৷

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা এবং উপ-মহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন৷

বাংলাদেশে ক্ষুদ্র ঋণের উদ্ভাবক ড. মুহাম্মদ ইউনুস ও তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককে ২০০৬ সালে শান্তিতে নোবেল দেওয়া হয়৷

এসআই/জেডএইচ (যুগান্তর)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান