1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্পের জন্য পেলোসির তালি!

৮ ফেব্রুয়ারি ২০১৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য হাত তালি দিয়ে আলোচনায় ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসি৷ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের এক পর্যায়ে পেছন থেকে বেশ নির্বিকারভাবে তালি দেন পেলোসি৷ সেই দৃশ্যই এখন ভাইরাল৷

https://p.dw.com/p/3Czfw
ছবি: AFP/S. Loeb

চলমান অচলাবস্থার কারণে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ ২৯ জানুয়ারিতে দেওয়ার কথা থাকলেও সেটি গড়িয়েছে ফেব্রুয়ারিতে৷ মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ সংক্রান্ত বিবাদে অচলাবস্থা চলতে থাকলে স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ট্রাম্পকে ভাষণ দিতে বাধা দেন৷ এর মধ্য দিয়ে ট্রাম্প ও পেলোসির দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে

সেই সময় ট্রাম্পও এক হাত নেন৷ ১৭ জানুয়ারি পেলোসির বেলজিয়াম, মিসর ও আফগানিস্তানে যাওয়ার কথা ছিল৷ কিন্তু ১৭ তারিখ সকালে এক চিঠি দিয়ে ট্রাম্প সেটি আটকে দেন৷ এতে ক্ষোভ প্রকাশ করেন পেলোসি৷

ডেমোক্র্যাট স্পিকার ও রিপাবলিক প্রেসিডেন্টের মধ্যে শীতলাবস্থাই বিরাজ করছিল৷ ট্রাম্পের ভাষণে সেটি উষ্ণ হবে এমন প্রত্যাশাই ছিল বিশ্লেষকদের৷ কিন্তু ট্রাম্পের পেছন থেকে উঠে দাঁড়িয়ে পেলোসির হাততালিকে কেউই ভালোভাবে নেননি৷

ভিডিওতে দেখা যায় ৮২ মিনিটের সেই ভাষণের এক পর্যায়ে পেলোসি তালি বাজান এবং বেশ তীর্যক ভঙ্গিতেই ট্রাম্পের দিকে তাকান৷ ট্রাম্পও ভ্রু কুঁচকে হাসি দিয়ে পেলোসিকে ধন্যবাদ বলেন৷

এই ভাষণ সিএনএন সরাসরি সম্প্রচার করে৷ফলে কিছুক্ষণের মধ্যেই ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই তালির অংশটুকু৷

খোদ সিএনএনের অফিশিয়াল পেজ থেকে সেই ৩ মিনিটের ভিডিও অংশ আলাদা করে প্রচার করা হয়৷ সিএনএন ছাড়াও এমএসএনবি, ইউএসএ টুডে ও ওয়াশিংটন পোস্টের ভেরিফায়েড ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রকাশ করা হয়৷ প্রতিটি চ্যানেলেই কয়েক লাখ ভিউ৷ শেয়ার হয়েছে লক্ষাধিকবার৷

এফএ/এসিবি

ট্রাম্পের বক্তব্যে উল্লসিত সাদা পোশাকের সাংসদরা