ট্রাম্পকে বিশ্বনেতাদের অভিনন্দন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতে গেছেন ডনাল্ড ট্রাম্প, তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন বিশ্বনেতারা।
ট্রাম্পকে জার্মান নেতাদের অভিনন্দন
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আটলান্টিকের দুপাড়েই স্বাধীনতা ও সমৃদ্ধির জন্য তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ চালিয়ে যাবে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক বুধবার (৬ নভেম্বর) সকালে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। বেয়ারবক সাংবাদিকদের বলেন, 'ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হয়েছেন, আমরা তাকে অভিনন্দন জানাই।"
মোদীর 'আন্তরিক অভিনন্দন
দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট হওয়ায় ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘‘আপনার আগের মেয়াদের সাফল্যের উপর ভিত্তি করে আমি সমন্বিত বৈশ্বিক ও কৌশলগত ইন্দো-মার্কিন অংশীদারত্বকে আরো জোরদার করার অপেক্ষা করছি।" তিনি আরো বলেন, "আসুন, আমরা একসঙ্গে আমাদের জনগণের উন্নতি ও বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করি।"
ইতিহাসের সেরা প্রত্যাবর্তন : নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের জয়কে 'ইতিহাসের সেরা প্রত্যাবর্তন’ হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্পের এই জয়কে "ইসরায়েল ও অ্যামেরিকার মধ্যকার জোটের জন্যও বেশ গুরুত্বপূর্ণ" বলেও মনে করেন তিনি।
জর্জা মেলোনির অভিনন্দন
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি।
এই জয় বিশ্বের জন্য অত্যন্ত প্রয়োজনীয় : অরবান
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেছেন "মার্কিন রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় প্রত্যাবর্তন।’’ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, "এই জয় বিশ্বের জন্য অত্যন্ত প্রয়োজনীয়!"
মাক্রোঁর প্রত্যাশা
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, 'আমরা আগের চার বছরের মতো একসঙ্গে কাজ করতে প্রস্তুত।"
পাশে চান জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ট্রাম্পকে অভিনন্দন জানানোর পাশাপাশি ইউক্রেন যুদ্ধের অবসানের আশাবাদ ব্যক্ত করেছেন। জেলেনস্কি বলেন, ääআমি সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের চমৎকার বৈঠকের কথা স্মরণ করছি, যখন আমরা ইউক্রেন-মার্কিন কৌশলগত অংশীদারত্ব, বিজয় পরিকল্পনা ও ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন বন্ধ করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম।"
ন্যাটোর মহাসচিবের বার্তা
ন্যাটোর মহাসচিব মার্ক রুটও নির্বাচনে জয়ের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুট বলেন, ‘‘তাঁর নেতৃত্ব আবারও আমাদের জোটকে শক্তিশালী রাখার চাবিকাঠি হবে। ন্যাটোর মাধ্যমে শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য আমি আবারও তার সঙ্গে কাজ করতে উদগ্রীব।"