ট্রাম্প ভারতে, বিমানবন্দরেই মোদীর সঙ্গে কোলাকুলি
২৪ ফেব্রুয়ারি ২০২০তাঁর প্রথম সফরে এসে ভারত, ভারতীয় এবং নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ আর কয়েক মাস পর আগামী নভেম্বরে দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়বেন তিনি৷ তার আগে এই তুমুল প্রশংসার পিছনে নিজের দেশে ইন্ডিয়ান অ্যামেরিকান বা ভারতীয় বংশোদ্ভূতদের ভোট পাওয়ার চেষ্টা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ৷ কারণ, অ্যামেরিকায় ভারতীয় মূলের ৪০ লাখেরও বেশি লোক আছেন৷ আর সমীক্ষা বলছে, তাঁরা ট্রাম্পের বিরোধী ডেমোক্র্যাটদের বেশি পছন্দ করেন৷ এ বার তাই ট্রাম্প আগে থেকে তাঁদের মন পাওয়ার মরিয়া চেষ্টা করছেন৷ এর আগে তিনি অ্য়ামেরিকায় 'হাউডি মোদী' অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এ বার এলেন 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানে৷ প্রবাসী ভারতীয়দের কাছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে নিজের ভোট বাক্সে নিয়ে যেতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প।
আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের অনুষ্ঠানে ট্রাম্প বারবার বোঝাতে চেয়েছেন, মোদী কত বড় নেতা৷ এমনকী নির্বাচনী সফরে বা সংসদের ভাষণে নরেন্দ্র মোদী যে ধরনের সাফল্যের দাবি করেন, সে সবই উঠে এসেছে ট্রাম্পের মুখে৷ মোদী যে দেশের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছেছেন, ডিজিটাল বিপ্লব এনেছেন, ঘরে ঘরে শৌচালয় বানাচ্ছেন, তার হিসাব উঠে এসেছে ট্রাম্পের ভাষণে৷ আর সেই সঙ্গে ভারত, ভারতীয় ও অ্যামেরিকান ইন্ডিয়ানদের তুমুল প্রশংসা৷ ট্রাম্প এই ঘোষণাও করে দিয়েছেন যে, মঙ্গলবার ৩০০ কোটি ডলারের সামরিক হেলিকপ্টার চুক্তিতে সই করবে দুই দেশ৷ এমনকী বড় ধরনের বানিজ্য চুক্তি হবে বলেও তিনি জানিয়েছেন৷
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে মোদীর হাতে হাত রেখে বন্ধুত্বের সঙ্কেত যেমন তিনি দিয়েছেন, তেমনই শচিন তেন্ডুলকর, বিরাট কোহলির নামও নিয়েছেন। আর বলেছেন মুসিলম সন্ত্রাসবাদের কথা৷ অ্যামেরিকা কীভাবে আইএসআইএস এর বিরুদ্ধে লড়ছে, তার বর্ণনাও দিয়েছেন৷ সেই সঙ্গে বিবেকানন্দর নামও নিয়েছেন। অবশ্য বিবেকানন্দ উচ্চারণ করতে গিয়ে কিঞ্চিত বিপাকে পড়েছিলেন৷ বিবেকানন্দকে তিনি স্বামী বিবেকামন্ডন বলে অভিহিত করেন৷
নরেন্দ্র মোদীও একই রকমভাবে ট্রাম্পের বিপুল প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প ভারতবাসী ও অ্যামেরিকান ইন্ডিয়ানদের প্রশংসা করে তাঁদের সম্মানিত করেছেন৷ ট্রাম্প অবশ্য প্রথম দিনে কিছুটা বিতর্ক সৃষ্টি করেছেন৷ সবরমতী আশ্রম ঘুরে দেখে ভিজিটার্স বুকে গান্ধীজি সম্পর্কে একটা কথাও না বলে তিনি উল্টে সেখানেও নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন৷ তা নিয়ে তঁকে সামাজিক মাধ্যমে কিছুটা বিরোধের মুখ পড়তে হয়েছে৷
আহমেদাবাদে উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়েই শুরু হয়েছে ট্রাম্পের ভারত সফর৷ দিল্লি নয়, অ্যামেরিকা থেকে ট্রাম্প সোজা এসে নেমেছেন আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে৷ বিমান থেকে সস্ত্রীক ট্রাম্প৷ যখন নামছেন, তখন নীচে অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রী মোদী। ট্রাম্প ও মোদীর মধ্যে সেই বিখ্যাত কোলাকুলি হল। একবার নয়, দুই বার৷ শুধু বিমানবন্দরেই নয়, মোতেরা স্টেডিয়ামেও বার দুয়েক ট্রাম্প ও মোদীর কোলাকুলি হয়েছে৷ বিমানবন্দরে লাল কার্পেটের ওপর দিয়ে হাঁটলেন দুই নেতা। পাশ থেকে শাঁখ বাজানো শুরু হল। শুরু হল গান ও মাথায় হাঁড়ি নিয়ে নাচ৷ চিরাচরিত গুজরাটি পদ্ধতিতে স্বাগত জানানো হল তাঁকে৷ পাশে থেকে বোঝাতে বোঝাতে গেলেন মোদী৷
সোমবার বিমানবন্দর থেকেই শুরু হয় নরেন্দ্র মোদী ও ডনাল্ড ট্রাম্পের রোড শো৷। ট্রাম্প ও মোদী যদিও আলাদা গাড়িতে ছিলেন৷ রাস্তার দু'পাশে অগণিত মানুষ৷ তাঁরা হাত নাড়ছেন। সেখানেও গান হচ্ছে। অনেকে নাচছেন৷ বাজনা বাজছে৷ রঙিন অভ্যর্থনা৷ ট্রাম্প বলেছিলেন, মোদী তাঁকে কথা দিয়েছেন, রাস্তার দুই ধারে এক কোটি মানুষ থাকবেন। বাস্তবে অবশ্য দেখা গেল লাখখানেক মানুষ। তাতেই ভরে গেল রাস্তার দুই ধার। ২২ কিলোমিটারের রোড শো-তে মাঝখানে সবরমতী আশ্রমে মিনিট পনেরোর বিরতি৷ গান্ধীজির আশ্রমে প্রথামাফিক সম্মান জানানো৷ তারপর আবার শুরু যাত্রা৷ যাত্রাপথে ছিল মোট ২৮টি সাংস্কৃতিক মঞ্চ৷ সেখানে দেশের বিভিন্ন রাজ্যের সংস্কৃতির ঝলক দেখতে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷
বিকেলে আহমেদাবাদ থেকে ট্রাম্প পৌঁছন আগ্রায়৷ সূর্যাস্তের সময় অপরূপ তাজমহলের সৌন্দর্য উপভোগ করলেন৷ রাতে দিল্লি পৌঁছে অবশ্য তাঁর আর কোনও কর্মসূচি নেই৷ মঙ্গলবার সকাল থেকে শুরু হবে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক৷
জিএইচ/এসজি (ডিডি নিউজ, পিটিআই)