1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কোমি

৭ জুন ২০১৭

ট্রাম্প টিম ও রাশিয়ার মধ্যে অবৈধ যোগাযোগ নিয়ে বৃহস্পতিবার মুখ খুলবেন জেমস কোমি৷ এরই মধ্যে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সংঘাতের খবর নিয়ে জল ঘোলা হচ্ছে৷

https://p.dw.com/p/2eDwM
ছবি: Reuters/J. Lo Scalzo/G. Cameron

রাশিয়ার ভূত কিছুতেই ট্রাম্প প্রশাসনের পেছন ছাড়ছে না৷ বরখাস্ত হওয়া এফবিআই প্রধান জেমস কোমি বৃহস্পতিবার মার্কিন সেনেটের এক কমিটির সামনে নিজের বক্তব্য রাখবেন৷ রাশিয়ার সঙ্গে নিজের টিমের সদস্যদের যোগাযোগ নিয়ে তদন্ত বানচাল করতে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর উপর কতটা চাপ সৃষ্টি করেছিলেন, সেই বিষয়টি অবশ্যই প্রাধান্য পাবে৷ তবে বুধবারই কোমি ইঙ্গিত দিয়েছেন যে, তিনি সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলবেন না৷ তবে তাঁর উপর চাপ সৃষ্টির বিষয়টি খোলসা করে বলতেই হবে৷ ট্রাম্প তাঁকে আরও কী বলেছিলেন, সে সব বিষয়েও তাঁকে জেরা করতে চলেছেন কমিটির সদস্যরা৷

এদিকে প্রাক্তন এফবিআই প্রধান রবার্ট ম্যুলার একই বিষয়ে যে তদন্ত করছেন, সে ক্ষেত্রেও কোমি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন৷ ফলে সেই তদন্তের স্বার্থে তিনি সেনেটের কমিটির সামনে কতটা মুখ খুলবেন, তা নিয়েও জল্পনাকল্পনা চলছে৷ তবে মঙ্গলবার সেই কমিটির হাতে তদন্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র আসায় সদস্যরা অনেক অপ্রিয় প্রশ্ন তুলতে পারেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন৷

চাপ সত্ত্বেও শান্ত থাকার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প৷ রিপাবলিকান দলের সদস্যদের সঙ্গে এক আলোচনার পর ট্রাম্প কোমির উদ্দেশ্যে বলেন, ‘‘আই উইশ হিম লাক৷'' তবে প্রকাশ্যে নিশ্চিন্ত দেখালেও তিনি যে বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, সেই বিষয়টি স্বীকার করছেন তাঁর কাছের মানুষরাও৷

অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস ও ট্রাম্প প্রশাসনের মধ্যে উত্তেজনার কিছু লক্ষণও চোখে পড়ছে৷ কোমি নিজে নাকি সেশনসকে বলেছিলেন, তিনি ট্রাম্পের সঙ্গে একা থাকতে চান না৷ নিউ ইয়র্ক টাইমস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য