1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাইব্যুনালের নিরাপত্তা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৫ অক্টোবর ২০১৩

বিএনপি নেতা সাকা চৌধুরীর বিরুদ্ধে দেয়া রায়ের খসড়ার অংশবিশেষ আগেই ফাঁস হয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা, বিশেষ করে তথ্য-প্রযুক্তি নিরাপত্তা নিয়ে৷ এমনই ধারণা বিশ্লেষকদের৷

https://p.dw.com/p/19tp9
ছবি: AP

সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের খসড়া ফাঁসের ঘটনায় একটি পেন ড্রাইভ, কয়েকটি কম্পিউটর এবং সিসিটিভি-র ফুটেজ জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ৷ শাহবাগ থনায় জিডি করার পর আদালতের অনুমতি নিয়ে অভিযোগ অনুসন্ধান শুরু করেছেন গোয়েন্দার৷ উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান ডয়চে ভেলেকে জানান, কিছু আলামত জব্দ করা হলেও এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি৷ তবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷

একই সঙ্গে তদন্তে তথ্য-প্রযুক্তিবিদদের কাজে লাগানো হয়েছে৷ তাঁরা প্রাথমিক তদন্তে দেখেছেন যে, ট্রাইব্যুনাল কার্যালয়ের যে কম্পিউটারে রায়ের খসড়া কম্পোজ করা হয়েছে সেই কম্পিউটার সুরক্ষিত নয়৷ ফাইলের কোনো পাসওয়ার্ড তো নেই-ই এমনকি কম্পিউটারটিরও কোনো পাসওয়ার্ড নেই৷ ফলে যে কারুর পক্ষে ঐ ফাইল কপি করা সম্ভব৷ আর আইটি নিরাপত্তার আরো যেসব বিষয় আছে, তা সম্পর্কে কোনো ধারণাই নেই অফিসের লোকজনের৷ তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ জাকারিয়া স্বপন ডয়চে ভেলেকে জানান, ট্রাইব্যুনালের মতো একটি স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ অফিসে সর্বোচ্চ তথ্য-প্রযুক্তি নিরপত্তা নিশ্চিত করা উচিত ছিল৷ তার জন্য শুরুতেই তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তা নেয়া যেত৷ তিনি বলেন, এর আগে বিচারপতি নিজামুল হক নাসিমের ‘স্কাইপ' কথোপকথন ফাঁস হওয়ার পরও ট্রাইব্যুনাল সতর্ক হয়নি, যা সত্যিই দুঃখজনক৷

ট্রাইব্যুনালের প্রধান তদন্ত সমন্বয়কারী আব্দুল হান্নান খান ডয়চে ভেলেকে জানান, বিচারপতি নিজামুল হক নাসিমের স্কাইপ কথোপকথন কিভাবে ফাঁস হয়েছে তা এখনো জানা যায়নি৷ তাঁর মতে, এ নিয়ে কোনো তদন্ত হয়নি৷ তবে একটি মামলা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যমে কথোপকথন প্রকাশের অভিযোগে একজন সম্পাদক গ্রেপ্তার হয়েছেন৷ কিন্তু কিভাবে সেই কথোপকথন ফাঁস হলো তা জানা যায়নি৷ জানা গেলে হয়ত রায়ের খসড়া ফাঁসের ঘটনা ঘটত না৷ তিনি জানান, ট্রাইব্যুনালের বাহ্যিক নিরাপত্তার ব্যাপারে অনেকে সচেতন থাকলেও আইটি নিরপত্তার ব্যাপারে কেউ তেমন সচেতন না৷ তাই তিনি মনে করেন, আইটি নিরাপত্তার বিষয়ে এখনই নজর দেয়া প্রয়োজন৷

হান্নান খান বলেন, যেখানে রায় লেখা হয় সেখানে সিসিটিভি-ই যথেষ্ঠ নয়৷ সেই কক্ষে প্রবেশ এবং বের হওয়ার আগে সব ধরণের নিরপত্তা তল্লাশির ব্যবস্থা থাকাও প্রয়োজন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য