গাড়ি চলবে প্লাস্টিকের মুদ্রিত সৌর প্যানেলে
২০ এপ্রিল ২০২২চার্জ অ্যারাউন্ড দ্য অস্ট্রেলিয়া নামের একটি প্রকল্পের অধীনে টেসলার গাড়ির জন্য নতুন ধরনের সৌর প্যানেল তৈরি করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা৷ প্রিন্টারে মুদ্রিত ১৮টি প্লাস্টিকের প্যানেল ব্যবহার করে টেসলার ইলেকট্রিক গাড়িটি সেপ্টেম্বর থেকে ১৫ হাজার ১০০ কিলোমিটার চালানো হবে৷ চার্জের প্রয়োজন হলে ১৮ মিটার লম্বা প্যানেলগুলোকে সূর্যের আলোর জন্য গাড়ির পাশে বিছিয়ে দেয়া যাবে৷
এই সৌর প্যানেলের উদ্ভাবক পল দাস্তুর বলেন, "নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের দল এই প্যানেলের শুধু সহনশীলতাই নয়, অন্যান্য সম্ভাবনার দিকও পরীক্ষা করবে৷ এই পরীক্ষার ফলে জানা যাবে যে কিভাবে প্রযুক্তিটিকে মহাকাশের মতো দূরবর্তী যোগাযোগেও ব্যবহার করা যায়৷''
প্রিন্টেড এই প্যানেলগুলো হালকা ওজনের বিশেষ ‘লেমিনেটেড' প্লাস্টিক দিয়ে তৈরি, যার প্রতি বর্গমিটারে খরচ পড়ে ১০ ডলারেরও কম৷ মূলত ওয়াইন লেবেল মুদ্রনের জন্য ব্যবহৃত একটি বাণিজ্যিক প্রিন্টার দিয়ে সেগুলো তৈরি করা হয়েছে৷
দাস্তুর বলেন, গাড়িতে সৌর প্যানেলের এই ব্যবহারের ফলে অস্ট্রেলিয়ানরা বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে আরো উৎসাহিত হবেন৷ পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির গতিসীমা নিয়েও তাদের উদ্বেগ কমাতে সাহায্য করবে এটি৷
টেসলার গাড়িটির ৮৪ দিনের যাত্রায় গবেষকরা সত্তরটি স্কুলে যাবেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ এই প্রযুক্তি সম্পর্কে ধারণা দিবেন৷
প্রকল্পটি নিয়ে টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মনোভাব কী এ বিষয়ে জানতে চাইলে দাস্তুর বলেন, তিনি আশা করেন যে মাস্ক এতে খুশিই হবেন৷
এএস/এফএস (রয়টার্স)