1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টুইটারে 'ব্লু টিকে'র দাম আট ডলার

২ নভেম্বর ২০২২

টুইটার প্রোফাইলে ব্লু টিক রাখতে হলে মাসে আট ডলার খরচ করতে হবে। আরো বদলের ইঙ্গিত ইলন মাস্কের।

https://p.dw.com/p/4Iwfk
টুইটারে ইলন মাস্কের নতুন নিয়ম
ছবি: Dado Ruvic/Illustration/REUTERS

টুইটারে ভেরিফাইড প্রোফাইলে ব্লু টিক থাকে। টুইটার ব্যবহারকারীদের প্রোফাইল ভেরিফিকেশনের এই পদ্ধতি আগেই ছিল। টুইটারের দায়িত্ব ইলন মাস্ক জানালেন, এবার প্রোফাইল ভেরিফাই করার জন্য মাসে আট ডলার দিতে হবে টুইটার ব্যবহারকারীদের। মঙ্গলবার টুইট করে একথা জানিয়েছেন মাস্ক।

টুইটে মাস্ক লিখেছেন, যে পদ্ধতিতে প্রোফাইল ভেরিফাই করা হয়, তা ভালো নয়। সকলকে আরো ক্ষমতা দেয়া উচিত। বস্তুত, মাস্কের ইঙ্গিত, জায়গা বিশেষে প্রোফাইল ভেরিফাই করার মাসিক অর্থের বদলও হতে পারে। তবে এবিষয়ে বিস্তারিত কিছু তিনি জানাননি।

ট্রাম্পের টুইটার নিষেধাজ্ঞা তুলে দেবেন মাস্ক

মাস্ক জানিয়েছেন, ব্লু টিকের জন্য অতিরিক্ত অর্থ খরচ করলে তার জন্য আলাদা সুবিধাও পাওয়া যাবে। বেশি দৈর্ঘ্যের ভিডিও প্রকাশ করা যাবে। অডিও ক্লিপের জন্যও বাড়তি সুবিধা থাকবে। পাশাপাশি ব্লু টিকের উপভোক্তাদের কম বিজ্ঞাপন দেখতে হবে। রিপ্লাই এবং মেনশন বা সার্চের জন্য এই প্রোফাইলগুলিকে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে।

এনিয়ে একটি সমীক্ষাও হয়েছে। সেখানে ৮০ শতাংশ টুইটার ব্যবহারকারী জানিয়েছেন, তারা নতুন নিয়ম মানতে চান না। এর জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে চান না। ১০ শতাংশ টুইটার ব্যবহারকারী জানিয়েছেন, অর্থ দিতে রাজি থাকলেও তা পাঁচ ডলারের বেশি নয়।

টুইটারের দায়িত্ব নিয়েই পুরনো একাধিক কর্মী এবং কর্মকর্তাকে ছাঁটাই করেছেন মাস্ক। মঙ্গলবার তিনি জানিয়েছেন, কর্মীদের দিনে অন্তত ১২ ঘণ্টা করে কাজ করতে হবে। সপ্তাহের সাতদিনই আপাতত কাজ করতে হবে তাদের। আগামী কিছুদিন তারা কোনো ছুটি পাবেন না।

এসজি/জিএইচ (রয়টার্স)