সামনে নগ্ন নারী, ধারাভাষ্যে পুরুষ
১৩ মে ২০১৩এই হলো এখনকার সময়ে বিতর্কিত একটি টেলিভিশন শো'র শুরুর দিককার কয়েক মিনিটের বর্ণনা৷
নীরবতা কেটে গেলে শুরু হয় বসে থাকা দুই পুরুষের ধারা বর্ণনা৷ একে একে তারা তাদের সামনে দাঁড়িয়ে থাকা সম্পূর্ণ নগ্ন ঐ নারীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা দিতে থাকেন৷ অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী ঐ নারীটির কথা বলার কোনো অধিকার নেই৷ সে শুধু শুনবে৷
ডেনমার্কের ‘ডিআর২' নামক টেলিভিশন চ্যানেলের প্রাইম টাইমে ‘ব্লাখমান' নামক এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে৷ অনুষ্ঠানের নাম এসেছে বিতর্কিত এই শো'র পরিকল্পনাকারী টোমাস ব্লাখমানের নাম থেকে৷ তিনি একজন তারকা জ্যাজ মিউজিশিয়ান এবং ডেনিশ ‘এক্স-ফ্যাক্টর' শো'র সাবেক বিচারক৷
প্রতিটি অনুষ্ঠানে ব্লাখমানের সঙ্গে থাকেন একজন অতিথি৷ এই দুজন মিলেই নগ্ন নারীর শরীরের বর্ণনা দেন৷ এখন পর্যন্ত এই শো'তে অতিথি হয়ে এসেছেন লেখক, ফ্যাশন ডিজাইনার থেকে শুরু করে যৌনতা বিষয়ক বিশেষজ্ঞ, কৌতুক অভিনেতা, এমন অনেকে৷
সমালোচনা
অনুষ্ঠানটির প্রচার শুরু হওয়ার পর থেকে সমালোচনায় মুখর হয়ে উঠেছেন দর্শক সহ ডেনমার্কের অনেকেই৷ তাঁরা এটাকে ইতিহাসের ‘সবচেয়ে যৌনবৈষম্যবাদী' অনুষ্ঠান বলছেন৷ কারণ এর মাধ্যমে নারীকে চরম অবমাননা করা হচ্ছে বলে মনে করেন তাঁরা৷
পরিকল্পনাকারীর বক্তব্য
ব্লাখমান বলেন, ‘‘একজন নারী তাঁর দেহ সম্পর্কে একজন পুরুষের কথা শুনতে চায়৷ এই অনুষ্ঠানে পুরুষরা নারীর সামনেই তার শরীর নিয়ে কথা বলে৷
অনুষ্ঠানটার উদ্দেশ্য হচ্ছে পর্নোগ্রাফির দিকে না গিয়ে নারীর শরীরের সৌন্দর্য নিয়ে আলোচনা করা৷''
ব্লাখমান আরও বলেন, তিনি ‘নারীদের সম্পর্কে পুরুষরা কী ভাবে, সে সম্পর্কে নারীদের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে চান৷'
নগ্ন হওয়া নারী কী বলছেন
অনুষ্ঠানে নগ্ন হওয়া এক নারী মেটে মুনকো ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটা একটা শিল্প, এটা কোনো সস্তা দরের টিভি অনুষ্ঠান নয়৷ এই পুরুষরাতো আর আমাদের শরীর দেখে লালায়িত হচ্ছে না৷ বরং তারা নারীর শরীরকে সম্মান করছে৷''
প্রিয় পাঠক, এবার আপনার পালা মন্তব্য করার৷