1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টি-টোয়েন্টি সিরিজে সমতা আনল বাংলাদেশ

২০ ডিসেম্বর ২০১৮

ঢাকায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফররত ওয়েস্ট ইন্ডিজকে ৩৬ রানে হারিয়েছে বাংলাদেশ৷ ফলে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচের একটি করে জিতলো ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ৷ সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে শনিবার৷

https://p.dw.com/p/3AR7j
ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতনের পর টাইগারদের উল্লাসছবি: Getty Images/AFP/M. U. Zaman

প্রথমে ব্যাট করতে নেমে লিটন দাসের ৩৪ বলে ৬০ রান আর মাহমুদুল্লাহ ও সাকিবের যথাক্রমে ৪৩ ও ৪২ রানের সুবাদে মাত্র চার উইকেট হারিয়ে ২১১ রান করে টাইগাররা, যা দেশের মাটিতে সর্বোচ্চ৷ 

লিটন দাস ৬০ রান করতে ছয় মেরেছেন চারটি, আর চার হাঁকিয়েছেন ছয়টি৷ টি-টোয়েন্টিতে এটি তাঁর দ্বিতীয় অর্ধশতক৷

মাহমুদুল্লাহ আর সাকিবের জুটি মাত্র সাত ওভারে ৮৯ রান যোগ করে৷ এছাড়া সৌম্য সরকার ২২ বলে ৩২ রান করেছেন৷

এরপর সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ১৭৫ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা৷ তখনও চার বল বাকি ছিল৷ 

২১ রান দিয়ে পাঁচ উইকেট নেন সাকিব৷ এছাড়া মুস্তাফিজ দুটি, আর আবু হায়দার, মিরাজ ও মাহমুদুল্লাহ একটি করে উইকেট পেয়েছেন৷

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ওয়ানডে অধিনায়ক রোভম্যান পাওয়েল৷

সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে আট উইকেটে হারিয়েছিল সফরকারীরা৷ ওই ম্যাচে মাত্র ১২৯ রানে অলআউট হয়ে গিয়েছিল টাইগাররা৷

Twnty20 Cricket - West Indies gegen Bangladesh
ছবি: Getty Images/AFP/M. U. Zaman

দেশের মাঠে সর্বোচ্চ রান

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১১ রান করার আগে দেশের মাটিতে টাইগারদের সর্বোচ্চ রান ছিল পাঁচ উইকেটে ১৯৩ রান৷ চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ঐ সংগ্রহ ছিল বাংলাদেশের৷

ওই ম্যাচের পর শ্রীলঙ্কা সফরে গিয়ে বিদেশে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ৷ ১০ মার্চ কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ২১৫ রান করে টাইগাররা৷ এটিই এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ৷ ঐ ম্যাচে মুশফিক ৩৫ বলে ৭২ রান করেছিলেন৷ লিটন দাসও সেদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন৷ তিনি ১৯ বলে করেছিলেন ৪৩ রান৷

জেডএইচ/এসিবি (ইএসপিএন)

১৩ ডিসেম্বরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য