টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর ধোনি
৯ সেপ্টেম্বর ২০২১টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। প্লেয়ার হিসাবে নয়, ভারতীয় দলের মেন্টর হিসাবে। বুধবার রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। তাতে চমক হলো ধোনির মেন্টর হিসাবে থাকা।
গতবছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। তিনি এখন শুধু আইপিএলে খেলছেন। ধোনি এখন তার চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে আমিরাতে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ করে বিরাট কোহলি, রোহিত শর্মারাও সেখানে পৌঁছে যাবেন।
আগামী ১৭ অক্টোবর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। তবে ভারতের প্রথম খেলা আরো এক সপ্তাহ পর। প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হতে হবে তাদের। ৩১ তারিখ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তারপর ৩ নভেম্বর আফগানিস্তানের সঙ্গে। তালেবান এখন পুরুষদের ক্রিকেট খেলার অনুমতি দিয়েছে। তাই রশিদ খানদের খেলার ক্ষেত্রে কোনো বাধা নেই।
ভারতীয় দলের ক্রিকেটারদের নামও ঘোষণা করা হয়েছে। বিরাট কোহলি অধিনায়ক। টিমে আছেন, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, মহম্মদ শামি, লোকেশ রাহুল, বরুণ চক্রবর্তী, রাহুল চাহার, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা, ইশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন। স্ট্যান্ড বাই রাখা হয়েছে শার্দুল ঠাকুর, শ্রয়স আইয়ার ও দীপক চাহারকে।
ভারতের ক্রিকেটে এখন প্রতিভাবান প্লেয়ারদের ছড়াছড়ি। তাই ইল্যান্ডে ব্যাটে-বলে খুবই ভালো পারফরম্যান্স করার পরেও শার্দুল ঠাকুরকে স্ট্যান্ড বাই থাকতে হচ্ছে। শিখর ধাওয়ান সুযোগ পাননি। উমেশ যাদবও দলে নেই। টিমে নেই যজুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবও। ইংল্যান্ডে টেস্ট দলে অশ্বিন সুযোগ না পেলে কী হবে, বিশ্বকাপের দলে আছেন। দীর্ঘদিন পর তিনি টি-টোয়েন্টিতে দেশের হয়ে খেলতে পারেন।
জিএইচ/এসজি (বিসিসিআই সাংবাদিক সম্মেলন)