1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা

২ ফেব্রুয়ারি ২০১৪

বুন্ডেসলিগা তালিকায় শীর্ষ অবস্থান, নিকটতম ক্লাব থেকে ১৩ পয়েন্ট এগিয়ে, গত ৪৩টি ম্যাচে একটানা জয় – এর পরেও নিশ্চিন্ত নন কোচ পেপ গুয়ার্দিওলা৷ খেলোয়াড়দের বলেছেন, লক্ষ্যে অবিচল থাকতে হবে৷

https://p.dw.com/p/1B1C1
ছবি: Getty Images

পর পর সাফল্য এলে মেজাজটা একটু ফুরফুরে হয়ে যেতেই পারে৷ মনে হতে পারে, সাফল্য তো আসবেই! কোচ পেপ গুয়ার্দিওলার সমস্যা হলো, প্রায় সবাই ধরেই নিচ্ছে যে, পরপর ৪৩টি ম্যাচে জয়ের ফলে বায়ার্ন বুন্ডেসলিগা টাইটেল জিতেই বসে আছে৷ তার উপর রেকর্ড ভাঙাও বায়ার্নের কাছে নতুন বিষয় নয়৷ গত মরসুমেই তারা ২৫টি বুন্ডেসলিগা রেকর্ড হয়ে ছুঁয়েছে বা ভেঙেছে৷ বায়ার্ন মিউনিখের খেলোয়াড়দের মনে ঠিক এমন মনোভাব যাতে দানা না বাঁধে, তা নিশ্চিত করতে চান তিনি৷ বিশেষ করে গত বুধবার স্টুটগার্টের বিরুদ্ধে ম্যাচটি একেবারে শেষ মুহূর্তে – ৯৩তম মিনিটে ২-১ গোলে জেতার পর খেলোয়াড়দের আরও সজাগ ও সতর্ক থাকতে হবে বলে মনে করেন গুয়ার্দিওলা৷ প্রবল পরাক্রমশালী বায়ার্নকে প্রায় কাবু করে ফেলেছিল স্টুটগার্ট – যেমনটা সম্প্রতি দেখা যায়নি৷

বায়ার্নের সাফল্যের আরেকটি দিক হলো, তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি সত্ত্বেও টিম দিব্যি জিতে যায়৷ ফ্রাংক রিবেরি ও আরিয়েন রবেন আহত থাকায় বেশ কিছুদিন মাঠের বাইরে৷ রবিবার ফ্রাংকফুর্টের বিরুদ্ধে ম্যাচে তাঁরা খেলতে পারবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়৷ তবে দুই খেলোয়াড়ই অনুশীলনে অংশ নিচ্ছেন৷ খাবি মার্তিনেসও খেলতে পারছেন না৷ মাঠে থাকছেন না বাস্টিয়ান শোয়াইনস্টাইগারও৷

বছরের পর বছর ধরে একটি ক্লাব শীর্ষ অবস্থানে থেকে গেলে ফুটবলে উত্তেজনা আর থাকে কই? ডর্টমুন্ড ক্লাবের খেলোয়াড় ইয়োনাস হফমান বলেছেন, এরপর দ্বিতীয় স্থান পেলে সেই কৃতিত্বই চ্যাম্পিয়নশিপ জেতার সমান হিসেবে বিবেচিত হবে৷

এসবি/ডিজি (এএফপি, এসআইডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য