1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বব্স ২০১৩

আরাফাতুল ইসলাম৫ ফেব্রুয়ারি ২০১৩

দ্য বব্স ২০১৩ শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি৷ এই প্রতিযোগিতায় বাংলা ভাষার বিচারক আলোকচিত্রশিল্পী ও ব্লগার ড. শহিদুল আলম৷ তিনি আশা করছেন, এবারও বড় সাফল্য পেতে পারে বাংলা ভাষা, তবে কাজটি মোটেই সহজ নয়৷

https://p.dw.com/p/17XwM
ছবি: DW

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় গতবার বড় সাফল্য অর্জন করে বাংলা ভাষা৷ এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার তৃতীয় বছরই মিশ্র ভাষার একটি বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড' জয় করে নেয় একটি বাংলা ব্লগ৷ বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুমসহ সাংবাদিক দম্পতি হত্যার বিচারের দাবিতে সক্রিয় ভূমিকার জন্য আবু সুফিয়ানের বাংলা ব্লগ জয় করে এই সম্মাননা৷

Abu Sufian, Preisträger in der Kategorie Reporters Without Borders Award, The BOBs 2012
‘গত বছর আরো দশটি ভাষার ব্লগের সঙ্গে লড়াই করে আবু সুফিয়ানের ব্লগের এই জয় মোটেই সহজ ছিল না’ছবি: DW/M. Müller

জার্মানির রাজধানী বার্লিনে আরো দশটি ভাষার ব্লগের সঙ্গে লড়াই করে সুফিয়ানের ব্লগের এই জয় মোটেই সহজ ছিল না৷ ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে সেকথা স্মরণও করিয়ে দেন ড. শহিদুল আলম৷ তিনি বাংলা ভাষার বিচারক হিসেবে হাজির ছিলেন বার্লিনের সম্মেলনে৷ আবু সুফিয়ানের ব্লগ নিয়ে অন্য দশটি ভাষার বিচারকদের সঙ্গে মূল লড়াইটা করতে হয়েছে শহিদুলকেই৷

বাংলা ভাষার সেই অর্জনের পর পেরিয়ে গেছে এক বছর৷ ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে দ্য বব্স-এর নবম আসর৷ এই দিন দুপুর থেকে www.thebobs.com/bengali ঠিকানায় নতুন আসরের জন্য মনোনয়ন জমা দিতে পারবেন ইন্টারনেট ব্যবহারকারীরা৷ প্রাথমিক মনোনয়ন থেকে বাছাইকৃতদেরকে নিয়ে পরবর্তীতে আয়োজন করা হবে ইন্টারনেট ভোটাভুটি এবং বিচারকদের বৈঠক৷ এভাবেই নির্ধারণ করা হবে চূড়ান্ত বিজয়ীদের৷

‘হাত-পা বেঁধে দেওয়া হয়েছে’

গতবারের অভিজ্ঞতার আলোকে শহিদুল আলম, এবারও বাংলা ভাষার জয়ের বিষয়ে আশাবাদী৷ তিনি বলেন, ‘‘আমরা আরো আগানোর চেষ্টা করবো৷ তবে এটা কঠিন৷ আবার এটাও ঠিক গতবারের তুলনায় এবার কিন্তু ব্লগোস্ফিয়ার অনেক প্রাণবন্ত৷ অনেক বেশি কাজ হচ্ছে৷''

এক্ষেত্রে সরকারি বাধার দিকটা আমলে আনলেন শহিদুল আলম৷ বাংলাদেশে এখনো বন্ধ আছে ইউটিউব৷ ক্ষেত্রবিশেষে কাজ করছে না গুগলের বিভিন্ন সেবা৷ ফলে সামাজিক যোগাযোগের একটি বড় মাধ্যম থেকে বঞ্চিত ইন্টারনেট ব্যবহারকারীরা৷ শহিদুল মনে করেন, এই বাধার কারণে বাংলা ব্লগোস্ফিয়ার এগোতে পারছে না৷ কার্যত তাদের হাত-পা বেঁধে দেওয়া হয়েছে৷

উল্লেখ্য, দ্য বব্স ২০১৩ আসরে যোগ হয়েছে আরো তিনটি নতুন ভাষা৷ পাশাপাশি একটি নতুন বিভাগও যোগ করা হয়েছে, যার মাধ্যমে মাইক্রোব্লগে পরিচালিত সামাজিক উদ্যোগকে পুরস্কৃত করা সম্ভব হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য