জোড়া হামলায় নিহত ৯২, নরওয়েতে শোকের ছায়া
২৩ জুলাই ২০১১অসলোয় বোমা হামলা
অসলোর প্রাণকেন্দ্রে বোমা হামলা হয়েছে শুক্রবার দুপুরের কিছু পরেই৷ এতোটাই ভয়াবহ ছিল বোমা বিস্ফোরণের মাত্রা যে তাতে প্রধানমন্ত্রীর ভবনসহ এর পাশে থাকা অর্থ ও তেল মন্ত্রণালয়ের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে৷ একইসাথে ঐ চত্বরে অবস্থিত নরওয়ের বহুল প্রচারিত ট্যাবলয়েড পত্রিকা ‘ভ্যারডেন্স গ্যাঙ্গ' এর ভবনটিতেও আঘাত লেগেছে৷ অসলোর এই চত্বরটিতে অধিকাংশ সময় মানুষের ভিড় থাকলেও বছরের এই সময়ে বেশিরভাগ মানুষ গ্রীষ্মের ছুটি কাটাতে দেশের বাইরে রয়েছে বলে হতাহতের সংখ্যা কিছুটা কম হয়েছে৷ এই ঘটনায় অন্তত সাতজনের প্রাণহানির খবর পাওয়া গেছে৷
উটোয়া দ্বীপে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি
অসলোয় বোমা হামলার মাত্র কয়েক ঘণ্টা পরেই উটোয়া দ্বীপে বন্দুকধারী হামলা চালায়৷ সেখানে নরওয়ের ক্ষমতায় থাকা লেবার পার্টির উদ্যোগে আয়োজিত যুব শিবিরে পুলিশের পোশাক পরে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে মধ্যবয়সি এক ব্যক্তি৷ ঘটনার আকস্মিকতায় হতচকিত তরুণরা যে যার মতো পালিয়ে বাঁচার চেষ্টা করে৷ অনেকে পাথর কিংবা গাছের আড়ালে কিংবা পানিতে ঝাপিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে৷ কিন্তু বন্দুকধারী ব্যক্তি পানিতেও গুলি করছিল বলে বেঁচে যাওয়া এক ব্যক্তি জানিয়েছে৷ পুলিশ বলছে, সেখানে নারকীয় তাণ্ডব ঠেকাতে বিশেষ নিরাপত্তা বাহিনী পৌঁছার আগে প্রায় ৩০ মিনিট ধরে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে ঐ ব্যক্তি৷ এতে অন্তত ৮৫ জন নিহত হয়েছে৷ আহত হয়েছে আরো অনেকে৷
জোড়া হামলার সূত্র সন্ধান
এই জোড়া হামলার ঘটনার পর শোকের ছায়া গোটা নরওয়েসহ বিশ্বের বিভিন্ন দেশে৷ ৩২ বছর বয়সি এক নরওয়েজিয়ানকে এই জোড়া হামলার সাথে জড়িত থাকার সন্দেহে আটক করেছে পুলিশ৷ স্থানীয় গণমাধ্যমে তার নাম বলা হচ্ছে আন্ডার্স বেরিং ব্রেইভিক৷ উটোয়া দ্বীপ থেকে তাকে আটক করা ছাড়াও সেখানে অবিস্ফোরিত বেশ কিছু বিস্ফোরকও উদ্ধার করেছে পুলিশ৷ ব্রেইভিকের ফেসবুক ও টুইটার পাতায় লেখা সাম্প্রতিক বার্তা বিশ্লেষণ করে পুলিশ মনে করছে, সে মুসলিম বিরোধী চেতনার এক উগ্রপন্থী খ্রিষ্টান৷ তার নিজের নামে দু'টি বন্দুকের নিবন্ধন করা ছিল৷
দেশটির প্রধানমন্ত্রী ইয়েন্স স্টলটেনব্যার্গ এই ঘটনাকে জাতীয় ট্রাজেডি তথা বিয়োগান্তক ঘটনা বলে অভিহিত করেছেন৷ তিনি এক বিবৃতিতে বলেন, তরুণদের স্বর্গকে নরকে পরিণত করেছে এই বন্দুকধারী৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই সবচেয়ে বেদনাবিধুর ঘটনা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী স্টলটেনব্যার্গ৷ নরওয়েতে জোড়া হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: রিয়াজুল ইসলাম