1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেরুসালেমে পবিত্র স্থানের কাছে গুলি, মৃত ১

২২ নভেম্বর ২০২১

ইহুদিদের কাছে জায়গাটির নাম টেম্পল মাউন্ট, মুসলিমদের কাছে পবিত্র স্থান। তার কাছেই গুলি চালালো এক আক্রমণকারী।

https://p.dw.com/p/43Jnc
এই পবিত্র স্থানের কাছে গুলি চালিয়েছিল আক্রমণকারী। ছবি: Ammar Awad/REUTERS

রোববার জেরুসালেমের পুরনো শহরে এক ব্যক্তি পবিত্র স্থানের কাছে গুলি চালাতে থাকে। চারজন আহত হন। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়।  আক্রমণকারীর হাতে সাবমেশিনগান ছিল। পুলিশ জানিয়েছে, আক্রমণকারীকে মারা হয়েছে।

আক্রমণকারীর গুলিতে যারা আহত হয়েছিলেন, তার মধ্যে দুইজন সাধারণ মানুষ এবং দুইজন পুলিশ কর্মী। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন মারা যান।

ওই স্থানটি ইহুদি এবং মুসলিমদের কাছে পবিত্র। পুলিশ বলেছে, টেম্পল মাউন্টের প্রবেশদ্বারের কাছে গুলি চলেছে। অতীতে এই পবিত্র স্থানকে ঘিরে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে বেশ কয়েকবার সহিংসতার ঘটনা ঘটেছে।

প্রশংসায় হামাস

সম্প্রতিক সময়ে জেরুসালেমের ওল্ড সিটিতে এই নিয়ে দ্বিতীয় সহিংস ঘটনা ঘটলো। গত বুধবার একজন ১৬ বছর বয়সি ফিলিস্তিনি দুইজন ইসরায়েলি সীমান্তরক্ষীকে ছুরি মেরে আহত করে। তারপর রক্ষীদের গুলিতে তার মৃত্যু হয়। রোববার পবিত্র স্থনের কাছে গুলি চললো।

ইসরায়েলের পাবলিক সিকিউরিটি মন্ত্রী বলেছেন, রোববারের এই ঘটনার জন্য হামাসই দায়ী। যে ব্যক্তি গুলি চালিয়েছিল, সে হামাসের রাজনৈতিক শাখার সদস্য।

হামাসও জানিয়েছে, আক্রমণকারী তাদের সদস্য। তারা এই আক্রমণের প্রশংসা করে বলেছে, ওটা ছিল বীরোচিত কাজ। হামাসের মুখপাত্র বলেছেন, ''আমাদের গণপ্রতিরোধ চলতেই থাকবে। যতদিন পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে না পারছি, দখলদারদের আমাদের ভূমি ও পবিত্র স্থান থেকে উচ্ছেদ করতে না পারছি, ততদিন এই ধরনের হামলা হবে।''

জিএইচ/এসজি(এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)