জিতেও দর্শকদের দুয়ো শুনলেন বার্ডিখ, হেরে কাঁদলেন লি না
২২ জানুয়ারি ২০১২রোববার জম্পেশ একটা লড়াই হয়ে গেলো সপ্তম বাছাই টমাস বার্ডিখ আর দশম বাছাই নিকোলাস আলমাগ্রোর মধ্যে৷ ৪-৬, ৭-৬, ৭-৬, ৭-৬ সেটে শেষ হওয়া ম্যাচটি সময় নিয়েছে তিন ঘন্টা ৫৪ মিনিট৷ তবে তার চেয়েও বড় খবর হয়, যখন বিজয়ী বার্ডিখ পরাজিত আলমাগ্রোর সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন৷ চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকার আচরণে যারপরনাই বিরক্ত হয় সেখানকার দর্শকরা৷ রীতিমত তাদের দুয়ো শুনেই টেনিস কোর্ট ছাড়তে হয় টমাস বার্ডিখকে৷
এই ঘটনার ব্যাখ্যাও দিয়েছেন চেক তারকা বার্ডিখ৷ খেলা চলাকালে চতুর্থ সেটের সময় আলমাগ্রোর একটি শট তার গায়ে এসে লাগে৷ বার্ডিখের অভিযোগ ইচ্ছা করেই স্প্যানিশ খেলোয়াড় আলমাগ্রো তার মুখ লক্ষ্য করে ওই রিটার্ন শটটি চালিয়েছিলো৷ বার্ডিখ বলেন, ‘‘টেনিস এভাবেই খেলতে হয়৷ এমনকি যখন পয়েন্টের দরকার হয় তখন কোন ফাঁকা জায়গাতেই বল মারতে হয়, কারো শরীর লক্ষ্য করে নয়৷'' তবে বার্ডিখের এই অজুহাত দর্শকরা গ্রহণ করেছে বলে মনে হয় না৷ কারণ, ঘটনার পরপরই আলমাগ্রো বার্ডিখের কাছে দুঃখ প্রকাশ করেন৷ তা সত্বেও বার্ডিখ সেটাকে মনে রাখেন এবং ম্যাচ শেষে তার সঙ্গে হাত না মিলিয়েই কোর্ট ছাড়েন৷ কোয়ার্টার ফাইনালে বার্ডিখ মুখোমুখি হচ্ছেন আরেক স্প্যানিশ খেলোয়াড় রাফায়েল নাদালের৷
এদিকে প্রমীলা টেনিসে রোববার দেখা গেলো অন্য দৃশ্য৷ গোড়ালিতে ইনজুরি নিয়েও লি নার বিদায় নিশ্চিত করে দিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিম ক্লিস্টার্স৷ আর চারবার ম্যাচ পয়েন্ট পর্যন্ত গিয়েও এভাবে হারার পর কেঁদে কেটে অস্থির লি না৷
গত বছরও ফাইনালে এই ক্লিস্টার্সের কাছে হেরেছিলেন লি না৷ রোববার চতুর্থ রাউন্ডে সেই পরাজয়ের প্রতিশোধ প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিলো যখন গোড়ালিতে ইনজুরির কারণে কোর্ট ছাড়েন ক্লিস্টার্স৷ কিন্তু অদম্য ক্লিস্টার্স কিছুক্ষণ পর আবার কোর্টে ফেরেন৷ এরপরও চারবার ম্যাচ পয়েন্ট পর্যন্ত চলে গিয়েছিলেন লি না৷ কিন্তু প্রতিবারই তাকে ফিরিয়ে দিয়েছেন বেলজিয়ান তারকা ক্লিস্টার্স এবং শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নিলেন তিনিই৷
এরপর সংবাদ সম্মেলনে ম্যাচ নিয়ে কথা বলতে এসে রীতিমত কেঁদে ভাসালেন লি না৷ এক পর্যায়ে সংবাদ সম্মেলন ছেড়ে যান তিনি৷ এভাবে হেরে যাওয়ায় খুবই হতাশ চীনা টেনিস তারকা লি না৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: জাহিদুল হক