1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাল নোট ধরা পড়লে ব্যাংককেই দায়দায়িত্ব নিতে হবে: সাইফুল ইসলাম

২৪ অক্টোবর ২০১১

বাংলাদেশের কয়েকটি বেসরকারী ব্যাংকের এটিএম বুথে বাংলাদেশি জাল টাকা ধরা পড়ার কথা স্বীকার করছে বাংলাদেশ ব্যাংক৷

https://p.dw.com/p/12xoA
A man holds Euro bank notes after drawing them from an automatic teller machine ATM in Ljubljana, Slovenia, early Monday morning, Jan. 01, 2007. Slovenia adopted Europe's single currency on Monday and became the 13th European country in the Euro monetary union. (AP Photo/Denis Sarkic)
এটিএম বুথে জাল নোট ধরা পড়েছেছবি: AP

বাংলাদেশ ব্যাংকের মুদ্রা বিভাগের মহা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম খান ডয়চে ভেলেকে জানিয়েছেন, ওই ব্যাংকগুলোকে সতর্ক করে দেয়া হয়েছে৷ আর কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশে ব্যাংকেও মাঝেমধ্যে জাল নোট ধরা পড়ার কথা স্বীকার করেন তিনি৷

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জাল নোট আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ আর বাংলাদেশে ব্যাংকের মুদ্রা বিভাগের মহা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম খান ডয়চে ভেলেকে জানিয়েছেন, পরিমাণে কম হলও দু'একটি ব্যাংকের ২৪ ঘন্টার এটিএম বুথে জাল টাকা ধরা পড়েছে৷ আর এ নিয়ে ব্যাংকগুলোর সঙ্গে তার বৈঠক করেছেন৷ বৈঠকে তারা ব্যাংকগুলোকে সতর্ক করে দিয়ে বলেছেন, ভবিষ্যতে কোন ব্যাংকের এটিএম বুথে জাল নোট পাওয়া গেলে ওই ব্যাংককেই দায়দায়িত্ব নিতে হবে৷ তবে ব্যাংকগুলোর নাম প্রকাশ করেননি তিনি৷ তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংকেও মাঝেমধ্যে জাল নোট ধার পড়ে৷ তবে তা সেখানেই সনাক্ত হয়, বাইরে যেতে পারেনা৷

তিনি জানান, দেশের সব ব্যাংক'কে জাল নোট সনাক্ত করার যন্ত্র রাখার নির্দেশ দেয়া হয়েছে৷ আর আসন্ন কোরবানির ঈদের গরুর হাটসহ বিপণী বিতানগুলোতেও জাল নোট সনাক্ত করার যন্ত্র রাখার উদ্যোগ নেয়া হয়েছে৷ তিনি সাধারণ মানুষকে জাল টাকা নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হবার পরামর্শ দেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন