1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাল টাকা

৭ আগস্ট ২০১২

ঈদের বাজারকে সামনে রেখে ২৫ কোটি টাকার জাল নোট ছেড়েছে জালিয়াত চক্র৷ গোয়েন্দাদের কথা, পুলিশি অভিযানের মুখে জাল টাকা তৈরির চক্র আপাতত নিবৃত্ত হলেও বাজারে ছাড়া টাকা কীভাবে উদ্ধার করা যায় সেটিই এখন ভাবনার বিষয়৷

https://p.dw.com/p/15lR4
Bengalische Banknoten von 2 bis 1000 BDT. Datum: 25.10.2011. Eigentumsrecht: A H M Abdul Hai, Bengali Redaktion, DW, Bonn
ছবি: DW

বাংলাদেশে গত দু'সপ্তাহে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগসহ আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে রাজধানী ঢাকা থেকে দেড় কোটি টাকার জাল নোট উদ্ধার করেছে৷ উদ্ধার করেছে জাল টাকা তৈরির মেশিনসহ অন্যান্য সরঞ্জাম৷ আর গ্রেপ্তার করা হয়েছে জাল টাকার কারিগর, বিক্রেতা থেকে শুরু করে বাজারজাতকারী মোট ২২ জনকে৷ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, অভিযানের মুখে হয়ত জাল টাকা তৈরির চক্র এখন কাজ বন্ধ রেখেছে৷ কিন্তু তাঁরা যে বিপুল পরিমাণ জাল টাকা ইতিমধ্যেই বাজরে ছেড়েছে, তা চিন্তার বিষয়৷ তাঁরা ঐ জাল টাকা এখন বাজার থেকে তুলে আনার চেষ্টা করছেন৷

তিনি জানান, এইসব জাল টাকা ব্যাংকিং চ্যানেলেও ছড়িয়ে পড়ার প্রমাণ তাঁরা পেয়েছেন৷ আর্থিক প্রতিষ্ঠানের কেউ এর সঙ্গে জড়িত আছে কিনা, তা তাঁরা বের করার চেষ্টা করছেন৷

মনিরুল ইসলাম জানান, ঈদের সময় আর্থিক লেনদেন বেশি হওয়ায় জাল টাকার চক্র এই সময়ে বেশি সক্রিয় হয়৷ তাদের সারা বছরের প্রস্তুতি থাকে দুই ঈদকে ঘিরে৷

তিনি জানান, সাধারণ মানুষ জাল টাকার কারণে আতঙ্কিত হয়ে পড়েছে সত্য৷ কিন্তু তাঁদের সতর্ক হতে হবে৷ আর পুলিশ ও ব়্যাব জাল টাকা শনাক্ত করার ২৫টি যন্ত্র নিয়ে সাধারণ মানুষকে সহায়তা করার জন্য এখন মাঠে রয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য