জার্মানির হকেনহাইমে দুই শিশুর মৃতদেহ উদ্ধার
১০ এপ্রিল ২০২৩বিজ্ঞাপন
মৃত ওই দুই শিশুর বয়স সাত এবং নয়। দক্ষিণ-পশ্চিম জার্মানির হকেনহাইম শহর থেকে ওই দুই শিশুর মৃতদেহউদ্ধার করা হয়। পুলিশ দুইটি দেহই ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ঘটনাস্থল থেকে ৪৩ বছরের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারী দুই শিশুর আত্মীয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে তিনি ওই দুই শিশুর মা কি না, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ এবিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারী দুই শিশুকে খুন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু তার পরিচয় প্রকাশ করা হয়নি। কেন, কীভাবে এই ঘটনা ঘটল, তা-ও স্পষ্ট করে জানানো হয়নি।
এবিষয়ে পরে আরো তথ্য জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র।
এসজি/জিএইচ (ডিডাব্লিউ)