জার্মানির যেসব শহরে সবচেয়ে বেশি শিক্ষার্থীর বাস
গবেষণা সংস্থা ইউরোস্ট্যাটের একটি সমীক্ষা বলছে, ২০১৬ সালে জার্মানিতে ২৮ লক্ষেরও বেশি শিক্ষার্থী ছিল৷ কোন শহরগুলির দিকে সবচেয়ে বেশি ঝুঁকছেন শিক্ষার্থীরা, জানুন ছবিঘরে...
বার্লিন
জার্মানির রাজধানী বার্লিনের প্রতি দেশ-বিদেশের শিক্ষার্থীদের আগ্রহ বরাবরই বেশি৷ বর্তমানে শহরের জনসংখ্যার মোট ৫ শতাংশই শিক্ষার্থী৷ বার্লিনে রয়েছে মোট ৬২টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে ১৩টি সরকারি, ৪৭টি বেসরকারি ও দুটি চার্চ দ্বারা পরিচালিত৷ সেখানে বাস করেন প্রায় ১৭৬,২৫৩ জন শিক্ষার্থী৷
মিউনিখ
মিউনিখের মোট জনসংখ্যার ৮ শতাংশই শিক্ষার্থী৷ সেখানে আছে ৩২টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে ৯টি সরকারি, ২১টি বেসরকারি ও দুটি চার্চ দ্বারা পরিচালিত৷ মোট শিক্ষার্থীর সংখ্যা ১১৭,৯৭১৷
কোলন
মোট জনসংখ্যার ৯ শতাংশ শিক্ষার্থী৷ রয়েছে ২৯টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে ৬টি সরকারি ও ১৯টি বেসরকারি প্রতিষ্ঠান৷ মোট শিক্ষার্থীর সংখ্যা ৯৮,৫০৪৷
হামবুর্গ
হামবুর্গ শহরের জনসংখ্যার সাড়ে পাঁচ শতাংশ শিক্ষার্থী৷ জার্মানির উত্তরাংশের এই শহরে রয়েছে মোট ৪৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান৷ এর মধ্যে ৯টি সরকারি, ৩৩টি বেসরকারি ও ১টি চার্চ দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান৷ মোট শিক্ষার্থীর সংখ্যা ৯৮,৪১২৷
ফ্রাঙ্কফুর্ট
ফ্রাঙ্কফুর্টের মোট জনসংখ্যার ৯ শতাংশই শিক্ষার্থী৷ সেখানে আছে ১৭টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে ৪টি সরকারি, ১২টি বেসরকারি ও একটি চার্চ দ্বারা পরিচালিত৷ মোট শিক্ষার্থীর সংখ্যা ৬৩,৭৪৭৷
ম্যুনস্টার
ম্যুনস্টারের মোট জনসংখ্যার ১৮ শতাংশ শিক্ষার্থী৷ একটি গবেষণায় দেখা গেছে, জার্মানির বড় শহরের তুলনায় ছোট শহরগুলিতেই শিক্ষার্থীদের বসবাসের সংখ্যা বেশি৷ ম্যুনস্টারে আছে ৯টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে ৬টি সরকারি, ১টি বেসরকারি ও দুটি চার্চ দ্বারা পরিচালিত৷ মোট শিক্ষার্থীর সংখ্যা ৫৬,৭১৯৷
ডার্মস্টাট
ম্যুনস্টারের মতো ডার্মস্টাটও জার্মানির ছোট শহর৷ সেখানের মোট জনসংখ্যার ২৬ শতাংশ মানুষই শিক্ষার্থী৷ মোট শিক্ষার্থীর সংখ্যা ৪১,০৭৮৷
আখেন
আখেনের মোট জনসংখ্যার ২২ শতাংশ শিক্ষার্থী৷ তথপ্রযুক্তি ও প্রকৌশলবিদ্যার জন্য বিখ্যাত এই শহরে আছে ৬টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে ৩টি সরকারি, ২টি বেসরকারী ও একটি চার্চ দ্বারা পরিচালিত৷ মোট শিক্ষার্থীর সংখ্যা ৫৪,৫৮৯৷
হাইডেলব্যার্গ
হাইডেলব্যার্গের মোট জনসংখ্যার মোট ২৪ শতাংশ মানুষ শিক্ষার্থী৷ দক্ষিণ এশিয়া নিয়ে উন্নতমানের গবেষণার জন্য সারা বিশ্বে নামডাক রয়েছে এই শহরের একটি বিশ্ববিদ্যালয়ের৷ এছাড়া রয়েছে চিকিৎসাবিদ্যার জন্য বিশেষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও৷ ৩৭,৬০০ জন শিক্ষার্থী বাস করেন এই শহরে৷
গিসেন
জার্মানির সব শহরকে পেছনে ফেলে সবচেয়ে বেশি হারে শিক্ষার্থীরা বাস করেন গিসেন শহরে৷ গিসেনের মোট জনসংখ্যা ৮৪,৪৫৫, যার মধ্যে ৩৭,৮৫৫ জনই শিক্ষার্থী৷ অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ!