1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির বড় সংকট ইহুদি বিদ্বেষ

২৮ জানুয়ারি ২০১৯

ইহুদিদের প্রতি বিদ্বেষকে জার্মানির বড় সংকট বলে মনে করছেন ইউরোপের অর্ধেকের বেশি জনগণ৷ ইউরোপীয় কমিশনের এক জরিপে সম্প্রতি এই তথ্য উঠে আসে৷

https://p.dw.com/p/3CIgK
Kundgebung gegen Antisemitismus
ছবি: picture alliance/dpa/M. Hitij

মঙ্গলবার প্রকাশিত সেই জরিপে বলা হয়,  জার্মানির ও ফ্রান্সে নতুন করে ইহুদি বিদ্বেষ মাথা চাড়া দিচ্ছে৷ ইউরোপের পশ্চিমাদেশগুলো এই বিষয়ে জোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইতোমধ্যে৷ 

জরিপটিতে দেখা যায় জার্মানির ৬৬ শতাংশ লোক মনে করেন ইহুদি বিদ্বেষ তার দেশের একটি বড় সমস্যা৷  ইউরোপীয় ইউনিয়নের ৫০ শতাংশ লোক এটিকে সমস‌্যা বলেমনে করছেন৷ ৪০-এর নীচের বয়সিদের একাংশ এটিকে শুধু জার্মানির নয় গোটা ইউরোপের সমস্যা বলে মনে করছেন৷

২৯ শতাংশ জার্মান এটিকে সমস্যা বলেই মনে করছেন না৷ ৫ শতাংশ জার্মান এ বিষয়ে কিচ্ছু জানেন না বলে মন্তব্য করেন৷ অন্যদিকে জরিপে অংশ নেওয়া  ইউরোপের অন্যদেশগুলোর জনগণর ৫০ শতাংশ ইহুদিবিদ্বেষকে বড় করে দেখছেন৷ কিন্তু ৪৩ শতাংশ এটিকে সমস্যা বলে মনে করছেন না৷

জরিপটি প্রকাশের সময় ইউরোপীয় কমিশন প্রাপ্তফলকে ‘মানবিক আচরণের ঘাটতি' বলে আখ্যা দেয়৷ ইউরোব্যারোমিটার নামে সেই জরিপ প্রকাশের সময় টুইটে কমিশন জানায়, এটি দুঃখজনক যে গোটা ইউরোপের জনগণের মস্তিষ্কে ইহুদি বিদ্বেষের মতো কুৎসিত একটি বিষয় এখনও সযতনে লালিত হচ্ছে৷ এমন সময় এই সমীক্ষাটি পাওয়া গেল, যখন ঘৃণাকে রাজনীতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়৷ তবে বিবৃতিতে এও বলা হয় যে, ইহুদিবিদ্বেষের পাশাপাশি এই আচরণ বিরোধী সচেতনতা বৃদ্ধি পাচ্ছে৷ এটিকে আশাব্যঞ্জক বলে দাবি করা হয় সেই বিবৃতিতে৷

 ২০১৫ সাল থেকে জার্মানিতে ইহুদিবিদ্বেষ মাথা চাড়া দিয়ে উঠছে৷ ২০১৮ সালেই এক সিরিয়ান আশ্রয়প্রার্থীকে দেখা গেছে ক্রুদ্ধ হয়ে এক ব্যক্তির ওপর আঘাত করছেন এবং তাকে আরবী ভাষায় ইহুদি বলে সম্বোধন করছেন৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ইসরায়েলের টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারেও ইহুদিবিদ্বেষকে একটি গুরুত্বপূর্ণ ইস্যু বলে স্বীকার করেন৷

তবে জার্মান সরকার ইতোমোধ্যে এই সংকট থেকে উত্তরণের চেষ্টায় নানা প্রকল্প নিয়েছে৷ তারই অংশ হিসেবে গত ডিসেম্বরে ফেলিক্স ক্লেইনকে জার্মানির ইহুদিবিষয়ক কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে৷ কমিশনটি বিদ্বেষের শিকার এমন ইহুদিদের অভিযোগ দাখিল করার জন্য একটি ওয়েবসাইট উন্মুক্ত করেছে৷

লুইস স্যান্ডার্স/এফএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য