আইওসি’র প্রেসিডেন্ট পদপ্রার্থী
১৩ মে ২০১৩৫৯ বছর বয়সি টোমাস বাখ ১৯৭৬ সালে অলিম্পিক ফেন্সিং-এ স্বর্ণপদক জয় করেন টিম ফয়েল ইভেন্টে৷ রগের উত্তরসুরি পদে তিনিই প্রথম নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করলেন৷ প্রার্থী হিসেবে আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ হল ১০ই জুন৷ নির্বাচন হবে ১০ই সেপ্টেম্বর, বুয়েনস আইরেস-এ, আইওসির বৈঠকে৷
বাখ পেশায় আইনজীবী৷ ১৯৯৬ সাল যাবৎ আইওসির এক্সিকিউটিভ বোর্ডে রয়েছেন৷ তিনি আইওসির জুরিডিকাল কমিশন বা আইন পরিষদের চেয়ারম্যান৷ নির্বাচনী প্রচারণায় তাঁর স্লোগান হবে অলিম্পিক আন্দোলনে ‘‘ঐক্য ও বৈচিত্র্য''৷ ১৯৮০ সালে আরো একজন জার্মান আইওসির প্রেসিডেন্ট হবার প্রচেষ্টা করেছিলেন: উইলি ডাউমে৷ তবে তিনি সফল হতে পারেননি৷
বাখকেও এবার কড়া প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হবে, বলে পর্যবেক্ষকরা মনে করছেন৷ প্রতিযোগীদের মধ্যে সম্ভবত থাকবেন সিংগাপুরের ইং সের মিয়াং, যিনি বর্তমানে আইওসির ভাইস প্রেসিডেন্ট; পুয়ের্তো রিকোর রিচার্ড ক্যারিয়ন, যিনি আইওসির ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান; অন্যান্যদের মধ্যে ইউক্রেনের প্রাক্তন পোল ভল্ট তারকা সের্গেই বুবকার নাম শোনা যাচ্ছে৷
বাখ ফ্রাংকফুর্টে তাঁর প্রার্থিতা ঘোষণা করেন৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তাঁর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ও তাঁর সাফল্য কামনা করেছেন৷
এসি/ডিজি (ডিপিএ)