1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির নির্বাচনে জলদস্যুর দল

২৩ সেপ্টেম্বর ২০০৯

জার্মান ভাষায় ‘পিরাটে পারটাই’৷ ইংরেজিতে পাইরেট পার্টি৷ বাংলায় বলা যেতে পারে জলদস্যু দল৷ পিরাটেন পারটাই রীতিমতন রাজনৈতিক দল৷ আসন্ন জাতীয় নির্বাচনে যদি তিন ভাগ ভোগ কাড়ে অন্য দলের লোকসান বৈকি৷

https://p.dw.com/p/Jmqs
ছবি: DW

পিরাটেন পারটাই বার্লিনে সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে৷ কোন আসনেই হয়তো জয়ী হবে না, কিন্তু এই ছোট দল অনেকের কাছেই কৌতূহলের ৷ পোস্টার/প্লাকার্ডে বার্লিন ছেয়ে দিয়েছে৷ গত দুই মাস ধরে শহরের নানা চত্বরে খোলাজায়গায় পার্কে সভাসশাবেশ করছে৷

সোমবার দুপুরে প্রেনৎসলাউয়ার ব্যার্গের মাউয়ার পার্কের সমাবেশে সাকু্ল্যে একশ'জন শ্রোতাও নয়৷ বক্তৃতা শুনে একজন বললেন, ‘‘এখানে কেন সোমালিয়ায় গিয়ে জলদস্যু দলে যোগ দিলেই হয়৷''

পিরাটেন পারটাইয়ের মূল জন্মভূমি সুইডেন৷ তিন বছর আগে বার্লিনসহ জার্মানিতে প্রতিষ্ঠিত৷ জার্মানির বিভিন্ন রাজ্যর জলদস্যু দলের অস্তিত্ব বর্তমান৷

এমন কি ইউরোপের ১৭ দেশে৷ জার্মানির পিরাটেন পারটাইয়ের এই দল চায় তথ্যের অবাধ অধিকার৷ অবাধ স্বাধীনতা৷

স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনে বেতন নেওয়া চলবে না৷ ছাত্র ছাত্রীকে বিনামূ্ল্যে বই দিতে হবে৷ পাঠশেষে চাকরি বাধ্যতামূলক ৷ এমন কি পুলিশ সৈন্যও ৷ দলে এক সদস্যের কথাঃ ‘‘সমুদ্র, জল কী কারোর নিজস্ব? না৷ প্রত্যেকের৷''

প্রতিবেদক: দাউদ হায়দার, বার্লিন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক